03/14/2025 খেলোয়াড়রা মানুষ, তাদের ভুল হওয়া স্বাভাবিক: সৌরভ
নট আউট ডেস্ক
২৫ মে ২০২২ ০৫:৩০
নিউজ ডেস্ক: ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক হিসেবেও তার কাছাকাছি নেই কেউ। তবে অনেকেই তরুণ ঋষভ পান্তকে ধোনির সঙ্গে তুলনা করেন। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি অবশ্য মনে করেন এই দুজনের কোনো তুলনা চলে না।
ধোনি পাঁচশোরও বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। এমনকি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিরও শিরোপা জিতেছে ধোনির নেতৃত্বে। ফলে ধোনির পর্যায়ে যেতে হলে পান্তকে অনেক কিছু অর্জন করতে হবে বলে মনে করেন সৌরভ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'দয়া করে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঋষভ পান্তের কোনো তুলনা করবেন না। ধোনির মধ্যে কতটা অভিজ্ঞতা রয়েছে, সেটার তো একটু দাম দিন! আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে সে পাঁচশোর বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছে। ধোনির অভিজ্ঞতা ঋষভকে অর্জন করতে হলে এখনও অনেকটাই সময় লাগবে। ফলে এখনই কোনও তুলনা করা উচিত হবে না।'
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে শুরুতে দারুণ খেললেও অল্পের জন্য প্লে অফে উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। দিল্লির এমন পারফরম্যান্সের কারণে অবশ্য অনেকে অধিনায়ক ঋষভ পান্তকে কাঠগড়ায় তুলছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে পান্ত ডিআরএস না নেয়ায় ম্যাচ হাতছাড়া হয়ে যায় দিল্লির।
এই ম্যাচে শার্দুল ঠাকুরের বলে ডেওয়াল্ড ব্রেভিসের সহজ ক্যাচ ফেলেছিলেন পান্ত। পরের বলেই টিম ডেভিডের ক্যাচ নিয়েছিলেন তিনি। যদিও আম্পায়ার আউট দেননি। ধোঁয়াশা থাকায় পান্তও রিভিউ নেননি। টিভি রিপ্লেতে দেখা যায় বল ঠিকই ডেভিডের ব্যাটে লেগেছিল।
এমন ভুলকে স্বাভাবিকভাবেই দেখছেন সৌরভ। তাই সবাইকে পান্তের পাশে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বিসিসিআই সভাপতি বলেন, 'যে কোনও ক্রিকেটারেরই ভুল হবে। প্রত্যেকদিন মাঠে নামবে, প্রত্যেকদিন পারফর্ম করবে, সেখানে তো দু'একটা ভুল হওয়াই স্বাভাবিক। প্রত্যেকেই তো মানুষ, কেউ তো আর পারফেক্ট নয়। ফলে ভুল থাকবেই।'
-নট আউট/এমআরএস