03/15/2025 রেকর্ড গড়েও ‘১’ বলের আক্ষেপ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ০৯:৫৩
স্পেশাল করেসপন্ডেন্টঃ ম্যাচের প্রথম ঘন্টায় ২৪ রানে নেই ৫ উইকেট। এমন ভয়ের সকাল থেকে দাপটের ছবি এঁকেছে বাংলাদেশ দল মুশফিকুর রহিম ও লিটন দাসের ২৭২ রানের জুটিতে।
মঙ্গলবার ম্যাচের দ্বিতীয় দিনের অষ্টম ওভারেই বিচ্ছিন্ন হয়েছেন মুশফিক-লিটন। কাসুন রাজিথার শিকার হন ১৪১ রান করা লিটন। ইনিংস শেষে মুশফিক অপরাজিত ছিলেন ১৭৫ রানে।
দুজনই সেঞ্চুরি করেছেন, পূর্ণতা এসেছে কিছুটা, অনেক রেকর্ডও গড়েছেন। কিন্তু ১ বলের একটা আক্ষেপ থেকেই গেছে এ জুটির। পরিসংখ্যানে চোখ রাখলেই সেটি স্পষ্ট হবে।
টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি মুশফিক-লিটনের। পঞ্চম উইকেটে মিরপুরে তারা ২৭২ রানের জুটি গড়লেন। দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন ২০১৩ সালে গল টেস্টে আশরাফুল-মুশফিকের গড়া ২৬৭ রানের জুটিকে।
এ ফরম্যাটে বাংলাদেশের তৃতীয় সেরা জুটির মর্যাদা পেয়েছে তাদের যুগলবন্দি। টেস্টে বাংলাদেশের সেরা জুটি ৩৫৯ রান, ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যারাথন জুটি গড়েছিলেন মুশফিক-সাকিব। দ্বিতীয় স্থানে ইমরুল কায়েস-তামিম ইকবালের ৩১২ রানের জুটি, ২০১৫ সালে খুলনায়, প্রতিপক্ষ ছিল পাকিস্তান।
জুটির পরিসংখ্যান খুঁজতে গেলে প্রসঙ্গতই বলের হিসেবটাও করা লাগে। বলের হিসেবেও বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা তাদের জুটি। কিন্তু মাত্র ১ বলের জন্য তালিকার তিনে পড়ে থাকতে হচ্ছে তাদের। একটা বল বেশি খেললেই অন্যরকম হতো।
২০১৩ সালে গলে স্বাগতিকদের বিরুদ্ধে আশরাফুল-মুশফিক ২৬৭ রানের জুটিতে ৫১৮ বল খেলেছিলেন। গত বছর পাল্লেকেলেতে মুমিনুল-শান্ত ২৪২ রানের জুটি গড়েছিলেন ৫১৪ বল খেলে। মুশফিক-লিটন ৫১৩ বল খেলেছেন।
-নট আউট/এমজেএ/টিএ