03/13/2025 বৃষ্টির আগে ম্যাথুস-ধনঞ্জয়ার প্রতিরোধ
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২২ ২২:৫৬
স্পেশাল করেসপন্ডেন্ট: লাঞ্চ বিরতির খুব বেশি সময় বাকি ছিল না। তবে আম্পায়াররা লাঞ্চের ঘোষণা দিতে পারেননি। তার আগেই মাঠ ছেড়ে যেতে হয়েছে দুই দলকে। মিরপুরে নেমেছে বৃষ্টি।
অগত্যা তাতেই লাঞ্চের বিরতি পড়ে গেছে। লাঞ্চের পর খেলা শুরু হওয়ার সম্ভাবনা কম। কারণ মিরপুরে চলছে বৃষ্টি। মাঠ কাভারে ঢাকা রয়েছে। দর্শকদের আশ্রয় নিতে হয়েছে ছাউনির নিচে। আজ ম্যাচের তৃতীয় দিনে আবার কখন খেলা শুরু হবে বলা কঠিন। আপাতত অপেক্ষা বৃষ্টি থামার।
বৃষ্টি নামার আগে শ্রীলঙ্কার হয়ে প্রতিরোধ গড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয়া ডি সিলভা। তারা ৪৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। ম্যাথুস ২৫, ধনঞ্জয়া ৩০ রানে ব্যাট করছেন। লাঞ্চের আগে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান।
দিনের শুরুতেই নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে (০) বোল্ড করেন এবাদত। দিমুথ করুনারত্নে স্বপ্নের এক ডেলিভারিতে বোল্ড করেছেন সাকিব। বাঁহাতি এ ব্যাটসম্যান ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে ভারসাম্য হারান। সাকিবের বলটা অফ স্ট্যাম্পের বাইরে পড়ে বাঁক নিয়ে করুনারত্নের স্ট্যাম্প ভেঙে দেয়। লঙ্কান অধিনায়ক ৮০ রান করেন।
তারপর ম্যাথুস-ধনঞ্জয়ার জুটিকে টলাতে পারেনি বাংলাদেশ। এখনও ১৫৫ রানে পিছিয়ে সফরকারী দল।
-নট আউট/এমজেএ/টিএ