03/13/2025 সাফল্যের পথ নিজে খুজে নিয়েছে মুশফিক: সিডন্স
নিউজ ডেস্ক
২৫ মে ২০২২ ২২:৫৯
নিউজ ডেস্ক: ক্রিকেট মাঠে ব্যর্থতার সমালোচনা ব্যাট হাতে দিয়েছেন চট্টগ্রাম টেস্টে৷ মিরপুর টেস্ট যখন পুরো দল বিপর্যয়ে ঠিত তখন প্রমাণ করেছে অভিজ্ঞতার কদর৷ লিটনকে নিয়ে জুটি বেঁধেছে ইতিহাস সেরা৷ বলা হচ্ছে মুশফিকুর রহিমের কথা়৷ নিজের ব্যর্থতা কাটাতে নিজের পথ নিজে খুজে নিয়েছেন বলে মন্তব্য করেন ব্যাটিং কোচ জেমি সিডন্স৷
মুশফিকের পরিশ্রম নিয়ে নেতিবাচক কথা বলা বড় অন্যায় হবে৷ নিজেকে ফিরে পেতে মুশফিক শরনাপন্ন হয়েছিলেন গুরু নাজমুল আবেদীন ফাহিমের। তাকে আলাদাভাবে নিয়ে কাজ করেছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। ছোট খাটো কিছু সংযোজন-বিয়োজন তার সাফল্যের পরামর্শ বলে মনে করেছেন সিডন্স।
মুশফিক প্রসঙ্গে সিডন্স বলেন, মুশফিক চমৎকার খেলোয়াড়। তার ঘুরে দাঁড়াতে খুব বেশি কিছু দরকার পড়ে না। আমরা তার প্রস্তুতিতে ছোটখাটো কিছু পরিবর্তন এনেছি, তার পা নিয়ে কিছু কাজ করেছি। যা যথেষ্ট মনে হয়েছে৷
তিনি আরো বলেন,‘চট্টগ্রামে সে নিজেই পথ খুঁজে নিয়েছে, দারুণ ব্যাট করেছে। আমি মনে করি, এই ম্যাচের সেঞ্চুরিটি তার অন্যতম সেরা ইনিংস। সে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে। সিনিয়র খেলোয়াড়দের জন্য আমার কাজটা হলো তাদের পথ সহজ করা। তাদের ক্যারিয়ারের শেষ ৩-৪ বছর অবশ্যই সেরা ফর্মে কাটানো উচিত।
-নট আউট/এমআরএস