03/13/2025 ক্রিকেটে চাচা সুজনের চরিত্র বাবার মত
নিউজ ডেস্ক
২৬ মে ২০২২ ১০:০৪
নিউজ ডেস্ক: বাঙালি জাতির কাছে ক্রিকেটের বাইশ গজে বড় আস্থার নাম যেমন তামিম-সাকিরা৷ তেমনি সিনিয়র থেকে জুনিয়র সকলের কাছেই আরেক আস্থার নাম খালেদ মাহমুদ সুজন৷ চাচা হিসেবে বড্ড পরিচিত৷ ক্রিকেটারদের সাথে সুজনের ব্যক্তিগত সম্পর্ক কতটা মধুর তা নিয়ে নতুনভাবে বলার খুব একটা নেই৷ বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মতে চাচা সুজন ক্রিকেটারদের কাছে একজন বাবার চরিত্রের মত৷
শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সুজন প্রসঙ্গে ডোনাল্ড বলেন, ক্রিকেটারদের মত আমিও সুজনকে চাচা বলেই ডাকি৷ তার সাথে আমার দেখা হয়েছিল অনেক আগেই৷ আমরা যখন জাতীয় দলে খেলতাম তখন তার বোলিংয়ের ক্ষেপাটে আচরণ আমার ভালোই লাগতো৷
ডোনাল্ড আরও বলেন- ‘সে একজন বাবার মতো চরিত্র সব ক্রিকেটারের কাছে। তাদের কাছ থেকে বেশ সম্মানও পায়। আইডিয়া ভাগাভাগি করার জন্য চমৎকার লোক। আপনি যদি কোনো কিছু করতে চান চাচা তা করাবেন।
-নট আউট/এমআরএস