03/13/2025 ম্যাথুসের দেখানো পথে চান্ডিমালের শতক উৎযাপন
নিউজ ডেস্ক
২৭ মে ২০২২ ০০:০৬
নট আউট ডেস্ক: বিশ্ব ক্রিকেটে দূর্ভাগা ক্রিকেটারদের একজন অ্যাঞ্জেলো ম্যাথুস৷ ৯৯ ও ১৯৯ দুই সংখ্যায় আউট হওয়া একমাত্র ব্যাটার তিনি৷ চট্টগ্রাম টেস্টে ১৯৯ ও ০ করে আক্ষেপ থাকলেও ঢাকা টেস্টে এখন শুধুই প্রশান্তি৷ ব্যাট হাতে টাইগার বোলারদের ধীরে শাসন করে পূরণ করেছেন ক্যারিয়ারের ১৩তম শতক৷ অপরদিকে দীনেশ চান্দিমালেরও পূরণ হয়েছে ১৩তম শতক৷
মিরপুর টেস্টের চতুর্থ দিন ২৭৪ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন ম্যাথিউস। এরপর ১৮১ বলে শতক পূরণ করেন সঙ্গী চান্দিমাল৷
ম্যাথুস ও চান্দিমাল মিলে বড় লিডের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে দলকে৷ এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৫ উইকেটে ৪২২ রান৷
-নট আউট/এমআরএস