03/13/2025 আমাদের জন্য হতাশাজনক সিরিজ: মুমিনুল
নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২২ ০১:০৮
নিজস্ব প্রতিবেদক: নিজ দেশে আর্থিক সংকট তীব্র হলেও যথা সময়ে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলংকা ক্রিকেট দল৷ ঢাকায় পা রেখে বৃষ্টি বাঁধায় প্রস্তুতি হয়নি খুব একটা৷ তবুও দাপটের সাথে মিরপুর টেস্ট জিতে নিয়েছে দশ উইকেটে৷ নিজেদের এমন হারকে হতাশাজনক বলছেন বাংলাদেশ কাপ্তান মুমিনুল হক৷
ম্যাচ শেষে মুমিনুল বলেন, এটি আমাদের জন্য হতাশাজনক একটি সিরিজ৷ আমরা টপ অর্ডার মোটেও ভালো করতে পারিনি৷ ম্যাচ কিংবা সিরিজে ভালো কিছু করতে আমাদের আরও কাজ করতে হবে ৷
মুশফিক-লিটন জুটি প্রসঙ্গে মুমিনুল বলেন, তারা দুজন দূর্দান্ত করেছে৷ তাদের জুটিতে ইতিবাচক অনেককিছু ছিল৷ টেস্ট ক্রিকেটে মানসিকভাবে শক্তিশালী হতে আমাদের আরও প্রচেষ্ঠা করতে হবে৷
মিরপুর টেস্টে যেখানে বাংলাদেশী পেসাররা ছিল মলিন সেখানে লঙ্কান পেসাররা তামিম-সাকিবদের নিয়ে অগ্নি পরীক্ষা৷ যদিও এবাদত চার উইকেট পেয়েছে তবুও খরচা করেছে লঙ্কান পেসারদের তুলনায় অনেক বেশি রান৷ পেসারদের এমন অবস্থা থেকে উত্তরণের জন্য আসন্ন উইন্ডিজ সফরের আগে কাজ করা হবে বলে জানান মুমিনুল হক৷
-নট আউট/এমআরএস