03/13/2025 মিরপুর উইকেটে সন্তুষ্ট ডমিঙ্গো, জানালেন অভিযোগ নেই
নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২২ ০১:৫৮
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় পর হোম অফ ক্রিকেটে দেখা মিলেছে আদর্শ উইকেটের৷ সর্বশেষ ডিপিএলেও উইকেট সমালোচনায় ড্রেসিং রুমের দরজায় লাথি মেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদ৷ তবে মিরপুর টেস্টে একই উইকেটে যেমন ছিল ব্যাটারদের দাপট তেমনি ছিল স্পিনার ও পেসারদের সংমিশ্রণ৷
ম্যাচ শেষে সংবাদ সম্মলেন বাংলাদেশ হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, এমন পিচে অভিযোগের কোন সুযোগ নেই৷ পিচ দারুণ ছিল৷ ব্যাটারদের পাশাপাশি বোলাররাও ভালো করেছে৷ তাদের যেমন পাঁচ উইকেট নেওয়া বোলার রয়েছে, তেমনি সাকিব পাঁচ উইকেট পেয়েছে৷
সর্বশেষ পাঁচ টেস্টে পিচের আচরণ ছিল ভিন্নরকম৷ পেসারদের তুলনায় স্পিনাররা বেশি সুবিধা পেয়েছিল৷ টস জিতে প্রথমে ব্যাটিং করা দলের সফলতার হার ছিল অনেক বেশি৷ তবে এমন উইকেট নিশ্চই চাওয়া সকল ক্রিকেট প্রেমীর৷ যেখানে মধুর প্রতিযোগিতা হবে দুই দলের৷
-নট আউট/এমআরএস