03/13/2025 ডমিঙ্গোর স্বীকারোক্তি, চাপে আছেন মুমিনুল
স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ০৬:৩০
স্পেশাল করেসপন্ডেন্ট: নিজের ব্যাটে রান নেই। দলটা রেজাল্ট পাচ্ছে না। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক এখন প্রবল চাপে আছেন। সঙ্গত কারণেই ব্যাটের রান খরায় মুমিনুলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অনেকের মতে, নেতৃত্বের চাপেই রান হারিয়ে গেছে তার ব্যাটে।
বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো স্বীকার করেছেন, আসলেই চাপে আছেন মুমিনুল। তবে অধিনায়কের পাশে থাকতে চান তিনি। এবং সাহস যুগিয়ে তাকে রানে ফেরাতে চেষ্টা করবেন ডমিঙ্গো।
শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুলকে নিয়ে এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে, সে চাপ অনুভব করছে। প্রত্যাশার ভার সে টের পাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে শুধু গত ২-৩ বছর নয়, ১০-১৫ বছর ধরে এ ফরম্যাটে দল ভারো করছে না। তাই অধিনায়ক সবসময়ই আতশি কাঁচের নিচে থাকে। কেউ যত কঠিন মানসিকতা ও সাহসীই হোক না, এসব চাপ তাকে দুর্বল করে ফেলে সময়ের সঙ্গে।’
গত চার টেস্টে মুমিনুল দুঅঙ্কের ঘর পার হতে পারেননি। অথচ টেস্টে তিনিই দেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। ডমিঙ্গো বলেন, ‘সে কঠিন মানসিকতার ছেলে, দুর্দান্ত ক্রিকেটার। আগেও যেমন বলেছি, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার। ওর ওপর ভরসা রাখছি যে কোনো সময় ঘুরে দাঁড়াবে। ওর এখন প্রয়োজন একটু বিশ্রাম, যেখানে সে নিজের মতো করে তরতাজা হয়ে ভাবতে পারবে যে, নিজের ক্রিকেট এখন কোন জায়গায় আছে।’
অবশ্য আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যও মুমিনুলকে নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা হয়ে গেছে। যেখানে এ বাঁহাতির কাঁধেই থাকছে নেতৃত্বের দায়িত্ব।
-নট আউট/এমজেএ/এমআরএস