03/12/2025 পরিবর্তন হলো রংপুর স্টেডিয়ামের নাম!
নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২২ ২৩:৩৪
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সর্বউত্তরের বিভাগ রংপুর জেলা স্টেডিয়াম অধিকতর উন্নয়ন কাজের পাশাপাশি নাম পরিবর্তন করে নতুন নাম সংযোজন করা হয়েছে৷ রংপুর জেলা স্টেডিয়ামের পরিবর্তে এখন থেকে রংপুর শেখ রাসেল স্টেডিয়াম নামে ব্যবহৃত হবে৷
রবিবার স্টেডিয়ামের শেখ রাসেল সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও মিডিয়া সেন্টার উদ্ভোধন ও উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রংপুর জেলা স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল৷
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় আমরা একত্রিত সিদ্ধান্তে রংপুর জেলা স্টেডিয়ামের নাম রংপুর শেখ রাসেল স্টেডিয়াম নির্ধারণ করেছি৷
তিনি আরও বলেন, ৪১ কোটি ১৮ লক্ষ টাকায় প্রকল্পের কাজ হাতে নেওয়ার পাশাপাশি বিভাগীয় স্টেডিয়াম তৈরীতে ইতিমধ্যে ১৫ একর জমি অধিকরণ প্রক্রিয়া চলছে৷
রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রানয়ের সচিব মেজবাহ উদ্দিন৷
-নট আউট/এমআরএস