03/14/2025 রিহ্যাবে ঘাম ঝরাচ্ছেন তাসকিন
স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ০৪:৩০
স্পেশাল করেসপন্ডেন্ট: কাঁধের চোট কাটিয়ে মাঠে ফিরতে কঠোর পরিশ্রম করছেন তাসকিন আহমেদ। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর রিহ্যাব শুরু হয়েছে ডানহাতি এই ফাস্ট বোলারের। পুরোদমেই কাজ করছেন তিনি। জাতীয় দলের ট্রেনার নিক লি’র অধীনে রিহ্যাব চলছে তার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার নিক লি’র সাথে রানিং করেছেন তাসকিন। শনিবার বিসিবি একাডেমির জিমে ফিটনেস নিয়ে কাজ করেন তিনি। যার ছবি, ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
আগামী সপ্তাহে বোলিং শুরু করার আশা করছেন তাসকিন। নিজের রিহ্যাব নিয়ে দ্রুতগতির এ পেসার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যথা কমে এসেছে তার। তিনি বলেন, ‘ট্রেনারের অধীনে কাজ শুরু করেছি।
ছোট ছোট ড্রিলগুলো করছি। ব্যথা এখন কম, নেই বললে চলে। আশা করি দ্রুত বোলিং শুরু করতে পারবো। আগামী সপ্তাহ থেকে বোলিং করবো। তখন বুঝতে পারব কী অবস্থা।’
দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ মিস করেছেন তাসকিন এই চোটের কারণেই। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে শুধু ওয়ানডে দলে রাখা হয়েছে। যা সফরের শেষ দিকে। টেস্ট ও টি-২০ সিরিজ খেলবেন না বলে তাসকিনের বেশি তাড়া নেই।
পুরোপুরি ফিট হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
তবে ক্যারিবিয়ানে তার যাওয়ার বিষয়টি নির্ভর করছে ফিটনেসের উপর, ইনজুরি কাটিয়ে ফিট হওয়ার উপর। লম্বা সময় বোলিংয়ের বাইরে আছেন তিনি।
-নট আউট/এমজেএ/এমআরএস