03/14/2025 ফাইনালে রেকর্ড তৈরী, বলের গতি ১৫৭.৩ কিমি
নট আউট ডেস্ক
৩০ মে ২০২২ ১৮:৫৪
নট আউট ডেস্ক: এবারের আইপিএলে গতির ঝড়ে আলো নিজের করে নিয়েছিলেন উমরান মালিক৷ ডাক পেয়েছেন জাতীয় দলেও৷ আইপিএল ফাইনালে গতির ঝড় তুললেন গুজরাট টাইটানসের গতি তারকা লকি ফার্গুসন।
সানরাইজার্স হায়দারাবাদ পেসার উমরান মালিকের ঘণ্টায় ১৫৬.৯ কিলোমিটার গতিতে করা আসরের দ্রুততম বলের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন তিনি। রাজস্থানের বিপক্ষে ফাইনালে ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার গতিতে বল ছুঁড়েছেন এই কিউই পেসার।
রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলটি ছিল ১৫৭.৩ কিমির। ফার্গুসনের ইয়র্কার লেংথের বলটি মোকাবিলা করেছেন রাজস্থান ওপেনার জস বাটলার। সেই বল থেকে কোনো রান হয়নি।
এর আগে প্রথম রাউন্ডের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ১৫৬.৯ কিলোমিটার গতিতে করা হায়দারাবাদের পেসার উমরান মালিকের বলটি ছিল এবারের আসরের দ্রুততম। ফাইনালে রেকর্ডটি নিজের করে নিলেন ফার্গুসন।
-নট আউট/এমআরএস