03/13/2025 শ্রীলঙ্কা ক্রিকেট পাগল জাতি, রাজনৈতিক ঝামেলা প্রভাব ফেলবে না
নট আউট ডেস্ক
৩০ মে ২০২২ ১৯:২০
নট আউট ডেস্ক: পুরো দেশে একদিকে রাজনৈতিক চরম অস্থিরতা, অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট৷ তবুও ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে লংকান ক্রিকেট বোর্ড বিশ্বাস করুণারত্নের৷ দেশের এই অস্থির সময়ে বাংলাদেশে টেস্ট জয় সমর্থকদের কিছুটা হলেও আনন্দ দেবে বলেও মন্তব্য করেন তিনি।
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট পাগল জাতি। এখানে ১ নম্বর খেলা ক্রিকেট। আমার মনে হয় না রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতি কোনো প্রভাব ফেলবে লংকান ক্রিকেটে। সবাই ক্রিকেট দলকে সমর্থন করে। আমাদের উৎসাহ দেয়।’
শ্রীলঙ্কার অনেক সাবেক ক্রিকেটার রাজনীতির সঙ্গে জড়িত। এই সঙ্কটে তাদের সহযোগিতায় এসএলসি এসব ঝামেলা থেকে দূরে থাকতে পারবে বলেও জানান তিনি।
লঙ্কান অধিনায়ক আরও বলেন, ‘আমার মনে হয় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিষয়গুলো দেখছে। রাজনৈতিক বিষয়গুলো কোনো প্রভাব ফেলবে না আশাকরী। তবে সিরিজ আয়োজন কিংবা বন্ধ করা এটা এসএলসি এবং সরকারের ব্যাপার। আমরা চাই নিয়মিত খেলতে এবং আমার মনে হয় ক্রিকেট চালিয়ে যেতে তেমন কোন সমস্যা হবে না।’
দেশের এমন দূ:রাবস্থায় বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় শ্রীলঙ্কার মানুষদের কিছুটা হলেও আনন্দিত করবে বলে জানান করুণারত্নে।
করুণারত্নে বলেন, ‘শ্রীলঙ্কা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এখানে আসার আগে এটাই ভাবছিলাম, এখানে ভালো কিছু করলে দেশের মানুষের জন্য আনন্দের উপলক্ষ্য হবে। আমরা মনে হয় তাদের জন্য কিছু করতে পেরেছি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চয়ই লংকান ক্রিকেট প্রেমিদের মুখে হাসি ফিরিয়েছে।’
-নট আউট/এমআরএস