03/14/2025 জার্সিতে আইপিএলের বিশ্বরেকর্ড, গিনেস কর্তৃপক্ষের স্বীকৃতি
নট আউট ডেস্ক
৩০ মে ২০২২ ২০:৪৩
নট আউট ডেস্ক: আইপিএল মানেই ক্রিকেটীয় অঙ্গনে নতুন উৎসব৷ এই টুর্ণামেন্টকে নিয়ে আগ্রহ নেই এমন ক্রিকেট প্রেমি মানুষ খুজে পাওয়া দুস্কর৷ আইপিএল কর্তৃপক্ষ বিশেষ কিছু চমক রাখে৷ যার ধারাবাহিকতায় এবারে গড়লেন বিশ্বরেকর্ড৷
আইপিএলের ১৫তম আসরের ফাইনালের আগে নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগ। এদিন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি উপস্থাপন করে।
জার্সিটি লম্বায় ৬৬ মিটার। আর প্রস্থে ৪২ মিটার। জার্সিটিতে আইপিএলে অংশ নেওয়া দশটি দলের লোগো আছে। তার উপরে আছে ‘আইপিএল এর লোগো। সেটার ভেতরে লেখা ১৫ বছর পূর্তি’।
এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি। অবশ্য এমন দৈত্যাকৃতির জার্সিটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস কর্তৃপক্ষ। আইপিএলের সমাপনী অনুষ্ঠানের আগে বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি, বোর্ড সচিব জয় শাহ ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের হাতে বিশ্ব রেকর্ডের সনদপত্র তুলে দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
-নট আউট/এমআরএস