03/13/2025 সূচিতে পরিবর্তন এনে লঙ্কাতেই বসছে এশিয়া কাপ
নট আউট ডেস্ক
৩১ মে ২০২২ ০৪:২৫
নট আউট ডেস্কঃ এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়ানো নিয়ে তৈরি হচ্ছে একের পর এক ধূম্রজাল। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিরতায় শঙ্কার মুখে পড়ে এশিয়া কাপের ভাগ্য। গুঞ্জন ছিল শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা সম্ভব না হলে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে বসবে আসরটি। এমনকি গুঞ্জন ছিল এশিয়া কাপের আসর বসবে বাংলাদেশে।
অবশেষে সব গুঞ্জন উড়িয়ে, শ্রীলঙ্কাতেই বসতে চলছে এশিয়া কাপের এবারের আসর। তবে, সূচিতে আসতে চলছে বদল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট থেকে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা থাকলেও, তা তিনদিন এগিয়ে ২৪ আগস্ট শুরুর কথা ভাবছে শ্রীলঙ্কা। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়া কাপের। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ‘দ্য নিউজ’ এমনটাই জানিয়েছে।
দ্য নিউজের তথ্যমতে, শ্রীলঙ্কা এখনও এশিয়া কাপ আয়োজন করতে আশাবাদী। সেভাবেই তারা নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর সম্মতি পেলেই এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি শুরু করবে তারা।
উল্লেখ্য, আয়োজক শ্রীলঙ্কা ছাড়াও এবারের এশিয়া কাপে সরাসরি অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান। এছাড়া সেই কোয়ালিফায়ার থেকে খেলে উঠে আসা একটি দল সহ মোট ৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্টে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে, এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে। এর আগে ২০১৮ সালে সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে ভারতের কাছে শেষ বলে গিয়ে হেরেছিল বাংলাদেশ।
-নট আউট/টিএ