03/13/2025 বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
নট আউট ডেস্ক
২ জুন ২০২২ ২০:৫৭
নট আউট ডেস্কঃ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ এক মাসের এই সফরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট ও ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। আসন্ন এই সফরের জন্য আগামী ৪, ৫ ও ৬ জুন তিন ভাগে ভাগ করে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পাড়ি জমাবেন লিটন-তামিমরা।
আগামী ১৬ জুন সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে, বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। সফরের দুটি টেস্টই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এদিকে এই সফরেই টেস্টে নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ দল। এবার আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
প্রকাশিত সূচিতে অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে দুই টেস্টের প্রথমটা। এছাড়া সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে দুটি টেস্টই। ২ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২টা ডমিনিকায় ও তৃতীয়টি গায়ানায় অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এছাড়া সিরিজের তিনটি ওয়ানডের ভেন্যু গায়ানা। ওয়ানডে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
একনজরে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিঃ
টেস্ট সিরিজ
ফরম্যাট | তারিখ | ভেন্যু |
১ম টেস্ট | ১৬ থেকে ২০ জুন | অ্যান্টিগা |
২য় টেস্ট | ২৪ থেকে ২৮ জুন | সেন্ট লুসিয়া |
*ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।
টি-টোয়েন্টি সিরিজ
ফরম্যাট | তারিখ | ভেন্যু |
১ম টি-টোয়েন্টি | ২ জুলাই | ডমিনিকা |
২য় টি-টোয়েন্টি | ৩ জুলাই | ডমিনিকা |
৩য় টি-টোয়েন্টি | ৭ জুলাই | গায়ানা |
*ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
ওয়ানডে সিরিজ
ফরম্যাট | তারিখ | ভেন্যু |
১ম ওয়ানডে | ১০ জুলাই | গায়ানা |
২য় ওয়ানডে | ১৩ জুলাই | গায়ানা |
৩য় ওয়ানডে | ১৬ জুলাই | গায়ানা |
*ম্যাচ শুরু বাংলাদেশ সন্ধ্যা সাড়ে ৭টায়।
-নট আউট/টিএ