03/14/2025 নেতৃত্বে সাকিব, সহ-অধিনায়ক লিটন
নিজস্ব প্রতিবেদক
৩ জুন ২০২২ ০২:০৯
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আরেকবার নেতৃত্বের সুযোগ পেলেন সাকিব আল হাসান৷ বিশ্বসেরা এই অলরাউন্ডার বারংবার বিশ্রাম চাইলেও তার কাঁধেই দল পরিচালনার দায়িত্ব দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনের কথাতে স্পষ্ট মুমিনুল চাপে পড়েই ছন্দ হারিয়েছেন সব কিছুতেই৷ তাই এমন একজনকে অধিনায়ক করার ভাবনায় ছিল বিসিবি যে সহজে কাটাতে পারবে চাপ৷ সেদিক বিবেচনায় সাকিব স্বাভাবিকভাবে প্রথম পছন্দ৷
সাকিবের নেতৃত্বে এর আগে ১৪ টেস্টে ৩ ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ৷ ছিল না কোন ফলশূণ্য ম্যাচ৷ অর্থ্যাৎ ১১ ম্যাচে পরাজয় ছিল দলের৷ সবচেয়ে বড় কথা হলো সামান্য পরিসংখ্যানে সাকিবের মেধাকে বিচার না করাই উত্তম৷ নেতৃত্বের কারনেই যদি সাকিব নিয়মিত হয় আরও কয়েকবছর নিশ্চই খুব একটা ভালো না হলেও খুব বেশি খারাপ হওয়ার সম্ভাবনাও কম৷
বাংলাদেশ ক্রিকেটে গেল ৩ বছর ধরে ফাঁকা ছিল টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কের কোটা৷ তবে এবার আর সেই অপূর্ণতা রাখলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ দূর্দান্ত ছন্দে থাকা লিটনকে বেঁছে নেওয়া সাকিবের সহযোগী হিসেবে আজকের বোর্ড মিটিংয়ে৷
সাকিবের অধিনায়কত্বে আস্থা রাখার কথা গতকাল গণমাধ্যমে বলেছিলেন টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন৷ টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়ার আগে সাকিবকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ইমরুল বলেন, সাকিব নিয়মিত খেললে টেস্টের চেহারাই পাল্টে যাবে৷
-নট আউট/এমআরএস