03/12/2025 মিরাজের চোখে সাকিবই সেরা
স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ০৫:৪৫
স্পেশাল করেসপন্ডেন্টঃ মুমিনুল হক পদত্যাগ করায় দ্রুতই টেস্ট অধিনায়ক ঠিক করার কাজে নেমে পড়তে হয়েছে বিসিবিকে। বড় কোনো বিকল্প না থাকায় আবারও সাকিব আল হাসানকেই বেছে নিয়েছে বিসিবি। তৃতীয়বার এই বাঁহাতি অলরাউন্ডার পেলেন টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব। তার ডেপুটি লিটন দাস।
মেহেদী হাসান মিরাজ মনে করেন, বর্তমানে সময়ে টেস্ট দলকে নেতৃত্ব দেয়ার জন্য সবচেয়ে সেরা পছন্দ সাকিব। শুক্রবার বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণ এ অলরাউন্ডার এমন মন্তব্য করেছেন।
মিরাজ বলেছেন, ‘সাকিব ভাই অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী আমি মনে করি সাকিব ভাই বেস্ট। আরও যে সিনিয়র আছে, দায়িত্ব নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা এখন আস্তে আস্তে খেলছি, তাদের দেখে শিখছি। তাদের দেখে শিখবো, আমাদের এক্সপেরিয়েন্স আরও ভালো হবে।’
তরুণদের মধ্যে নেতৃত্বের আলোচনায় ছিল মিরাজের নামও। অবশ্য এখনই এত বড় দায়িত্ব নিয়ে ভাবছেন না এ তরুণ ক্রিকেটার। তিনি শুক্রবার বলেছেন, ‘অনেক সময় আছে। এটা নিয়ে আমি চিন্তিত না। যেটা আপনি বললেন, নাম আছে। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কীভাবে পারফর্ম করতে হবে, দেশকে কীভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে।’
মিরাজ সবসময় নিজের পারফরম্যান্স ও দলের জন্য কতটা অবদান রাখতে পারেন, সেই চিন্তাই করেন। তরুণ এ অলরাউন্ডার বলেন, ‘আমি এটাই চেষ্টা করি সবসময় যে নিজে প্রতিনিয়ত পারফর্ম করার জন্য। যেটা আপনি বলেছেন, কখনও আমার মাথায়ও ঢুকেনি। কারণ নিজের পারফরম্যান্স এবং দল কীভাবে রেজাল্ট করে এটা নিয়েই সবসময় চিন্তা করি।’
-নট আউট/এমজেএ/টিএ