03/13/2025 উইন্ডিজে প্রথম সফর, রোমাঞ্চিত জয়ের লক্ষ্য জয় অথবা ড্র
নিজস্ব প্রতিবেদক
৪ জুন ২০২২ ০৭:২৯
নিজস্ব প্রতিবেদক: উইন্ডিজের বিপক্ষে দশতম টেস্ট সিরিজ খেলতে প্রথম দফায় দেশে ছেড়েছে স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য৷ বর্তমান দলে ওপেনিংয়ে তামিমের সঙ্গী মাহমুদুল হাসান জয় ছিল তাদের মধ্যে৷ দেশ ত্যাগের আগে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে৷
মাহমুদুল হাসান জয় বলেন, খুব বেশি স্বপ্ন নেই৷ তবে চেষ্ঠা করি ম্যাচ ধরে খেলার৷ উইন্ডিজে আমার প্রথম সফর৷ আমার প্রথম লক্ষ্য সেখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া৷ এরপর ম্যাচ পরিস্থিতিতে যে সব অনুশীলন হবে, সেগুলো রপ্ত করে ম্যাচে প্রয়োগের চেষ্টা করব।
জয়ের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল মুমিনুলের অধীনে৷ বর্তমানে নেই তিনি৷ দায়িত্ব সাকিব আল হাসান৷ নতুন অধিনায়কের অধীনে খেলা প্রসঙ্গে জয়ের ভাষ্য, সাকিব ভাই সবার সাথে অনেক ফ্রি৷ তিনি সবকিছু উপভোগের চেষ্টা করেন৷ সেটিকে কাজে লাগিয়ে আমরা ভালো কিছু করবো৷
সিরিজ প্রসঙ্গে জয়ের মন্তব্য ছিল, ম্যাচ কিংবা সিরিজ জয় সবার প্রত্যাশায় থাকে৷ আমাদের চেষ্টা সর্বোচ্চ থাকবে ম্যাচ ম্যাচ জয় অথবা ফলাফল ড্র৷
প্রথমবারের মত নিজের উইন্ডিজ সফর প্রসঙ্গে কথা বলেছেন জয়৷ এই তরুণ ব্যাটার বলেন, সত্যি বলতে আমি রোমাঞ্চিত৷ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে যাওয়া হয়নি৷ জাতীয় দলের হয়ে যেতে পেরে ভালো লাগছে৷
-নট আউট/এমআরএস