03/13/2025 বিকল্প থাকলে তামিমকে চারে খেলার পরামর্শ দিতামঃ সিডন্স
নিউজ ডেস্ক
৫ জুন ২০২২ ০৩:৩২
নিউজ ডেস্কঃ ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত তিন ফরম্যাটেই একটানা ওপেন করে যাচ্ছেন তামিম ইকবাল। মাঝে পরিস্থিতির কারণে মাঝে দু-একটা ম্যাচে হয়তো নিচে ব্যাট করেছেন। কিন্তু তামিম মানেই ওপেনিং পজিশন। প্রথম বল মোকাবেলা।
কিন্তু সম্প্রতি দেশসেরা ওপেনারের ফর্ম ভালো যাচ্ছে না। দলের স্বার্থে কি এবার তামিমের ব্যাটিং পজিশনটাও নড়ে যাবে?
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলায় উইন্ডিজ সফর উপলক্ষে জাতীয় দলের অনুশীলন ছিল। সেই অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। যিনি তামিম ইকবালকে একেবারে শুরু থেকে জানেন। সিডন্সের ছোঁয়াতেই তামিম আজ দেশের সেরা ব্যাটার। দলের প্রয়োজনে সিনিয়ররা কি নিচে নেমে আসতে পারেন―এমন প্রশ্নে সিডন্সের জবাব, তাহলে আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে। তবে চার নম্বরে যে তামিম ভালো করবেন, সেটা নিয়ে সন্দেহ নেই সিডন্সের।
টাইগার ব্যাটিং কোচ বলেন, ‘‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলে সুযোগটা পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে। ’’
-নট আউট/এমআরএস