03/14/2025 নাটকীয় শেষের অপেক্ষায় লর্ডস টেস্ট
নট আউট ডেস্ক
৫ জুন ২০২২ ১০:৪৬
নট আউট ডেস্কঃ নাটকীয় শেষের অপেক্ষায় স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের লর্ডস টেস্ট। হাতে পুরো দুই দিন সময় থাকলেও, ইংল্যান্ডের প্রয়োজন আর মাত্র ৬১ রান! অপরদিকে কিউইদের প্রয়োজন ৫ উইকেট।
নিউজিল্যান্ডের দেওয়া ২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, শুরুতেই ৪ উইকেট খুইয়ে বিপাকে পড়ে স্বাগতিক ইংল্যান্ড। এরপর অধিনায়ক বেন স্টোকস ও সাবেক অধিনায়ক জো রুতের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। হাফ সেঞ্চুরি তুলে স্টোকস ফিরলেও, দলকে জয়ের কক্ষপথেই রাখেন রুট। তৃতীয় দিন শেষে রুটের আনবিটেন ৭৭ রানে ভর করেই জয়ের স্বপ্ন বুনছে স্বাগতিকরা।
এদিন ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে, তৃতীয় দিনের খেলা শুরু করেছিল দুই কিউই ব্যাটার ড্যারিল মিচেল ও টম ব্যান্ডেল। আগের দিনেই সেঞ্চুরির দারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ড্যারিল মিচেল তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এরপরই স্টুয়ার্ট ব্রডের এক ওভারেই লণ্ডভণ্ড হয়।কিউইদের মিডল ও লোয়ার মিডল অর্ডার। তাতেই বড় লিডের স্বপ্ন শেষ হয়ে যায় কিউইদের।
নিউজিল্যান্ডে দ্বিতীয় ইনিংসের ৮৪তম ওভারের ঘটনা। ততক্ষনে জমে উঠা ড্যারিল মিচেল ও টম ব্যান্ডালের জুটিটা দুইশো ছুঁইছুঁই। ওভারের তৃতীয় বলে সেঞ্চুরিয়ান ড্যারিল মিচেলকে ফিরিয়ে, ইংলিশ শিবিরে দিনের শুরুতেই আনন্দের উপলক্ষ এনে দেন স্টুয়ার্ট ব্রড। পরের বলেই কলিন ডি গ্র্যান্ডহোমের বিরুদ্ধে ব্রড লেগ বিফোরের আবেদন করলেও আম্পায়ার তাতে দেয়নি সায়। তবে উইকেটের পেছন থেকে সরাসরি থ্রোতে ওলি পোপ ভেঙে দেন গ্র্যান্ডহোমের উইকেট। তাতেই রান আউটে কাটা পড়েন এই কিউই ব্যাটার।
ওভারের পঞ্চম বলে কাইল জেমিসনকে ফিরিয়ে, পুরো ম্যাচের দৃশ্যপট পালটে দেন ব্রড। এরপর সেঞ্চুরির দারপ্রান্তে থাকা ব্যান্ডেলকে ফেরান অ্যান্ডারসন। শেষ দিকে সাউদির ২১ রানে ভর করে ২৮৫ রানে থামে কিউইদের প্রথম ইনিংস। ফলে ৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামা কিউইরা লিড পায় ২৭৬ রানের।
১২ চারে ইনিংস সর্বোচ্চ ১০৮ রান করেন ড্যারিল মিচেল। ১২ চারে ৯৬ রান করেন টম ব্যান্ডেল। ইংল্যান্ডের পক্ষে অভিষিক্ত ম্যাথিউ পটস ও স্টুয়ার্ট ব্রড নেন তিনটি করে উইকেট। অ্যান্ডারসনের শিকার দুইটি উইকেট।
২৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার অ্যালেক্স লিস (২০) ও জ্যাক ক্রোলির (৯) উইকেট হারায় ইংল্যান্ড। ওলি পোপ ও ফিরে যান দলীয় পঞ্চাশ পার করার আগেই। এরপর থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেন জনি বেয়ারেস্টো। ৬৯ রানে ৪ উইকেট খুইয়ে চরম বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন বেন স্টোকস ও জো রুট। এই দু'জনের ব্যাটে চাপ সামলে উঠে ইংল্যান্ড। পঞ্চম উইকেটে দু'জন মিলে গড়েন শতাধিক রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক বেন স্টোকস।
৫৪ রান করা ইংলিশ অধিনায়কের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর সাবধানে এগুতে থাকা রুট তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ বিকেলে বেন ফোকসকে নিয়ে কোন রকম বিপদ ছাড়াই কাটিয়ে দেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। শেষ পর্যন্ত দিন শেষ করার আগে ৫ উইকেট হারিয়ে ইংলিশরা তুলেছে ২১৬ রান। জয় থেকে মাত্র ৬০ রান দূরে। ৭ চারে আনবিটেন ৭৭ রানে দলকে কক্ষপথে রেখেছেন রুট। তাকে সঙ্গ দেওয়া ফোকস করেছেন ৯ রান। কিউইদের পক্ষে চার উইকেট নেন জেমিসন।
-নট আউট/টিএ