03/14/2025 সব সংস্করণে খেলার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রমঃ শরিফুল
নট আউট ডেস্ক
৭ জুন ২০২২ ২২:০৪
নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে বর্তমান সময়ে বড় আস্থার নাম শরিফুল ইসলাম। যুব বিশ্বকাপজয়ী এই দ্রুতগতির বোলার তাসকিন-মুস্তাফিজের সাথে জোট বেঁধে পালন করছে বড় দায়িত্ব। দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরির কারনে ছিটকে পড়লেও ফিট হওয়ার কল্যাণে একাদশে ছিল লঙ্কানদের বিপক্ষে। তবে ডান হাতের ইনজুরিতে পড়ে আরেকবার ছিটকে যেতে হয়েছে পঞ্চগড় এক্সপ্রেসকে। দেশের এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে কথা বলার সময় জানান নিজের সুস্থতার কথা। এছাড়াও একজন পেসার হিসেবে সব ফরম্যাটে খেলতে কঠিন পরিশ্রম ও নিবেদন প্রয়োজন বলে মন্তব্য করেন শরিফুল।
শরিফুল বলেন,ক্রিকেটের তিন ফরম্যাটে খেলার জন্য কঠোর পরিশ্রম ও নিবেদন দরকার। অনুশীলনে নিজের সেরাটা দিয়ে প্রস্তুত হই। আমার মনে হয় মানসিকতারও ব্যাপার। আপনি যখন আপনার খেলাটা বুঝবেন, এটা আপনাকে কন্ডিশন ও পরিস্থিতি সম্পর্কে মানিয়ে নিতে সাহায্য করবে। এটা খুব সহজ না। আমি তিন সংস্করণেই দেশকে প্রতিনিধিত্ব করতে চাই।
২০০১ সালে জন্ম হওয়া শরিফুল ২০২০ সালে মাদিবার রাষ্ট্রে জিতেছে যুব দলের হয়ে বিশ্বকাপ। এরপর জাতীয় দলে প্রমাণ করেছেন নিজেকে। মুস্তাফিজুর রহমানের সাথে হয়েছে মধুর সম্পর্ক, ব্যতিক্রম নয় তাসকিনের বেলাতে।
উইন্ডিজ সফর প্রসঙ্গে শরিফুল বলেন, আমি কখনো ওয়েস্ট ইন্ডিজ যাইনি, কিন্তু শুনেছি সেখানে পেসাররা অনেক সহায়তা পান। সম্প্রতি শুনেছি স্পিনাররাও সাহায্য পান। আশা করি স্পোর্টিং উইকেট হবে। ভালো জায়গায় বল করতে পারলে পেস বোলিং ইউনিট হিসেবে ভাল করব আমরা।
-নট আউট/এমআরএস