03/14/2025 চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে গ্র্যান্ডহোম
নট আউট ডেস্ক
৭ জুন ২০২২ ২২:১৫
নট আউট ডেস্কঃ লর্ডস টেস্টে চালকের আসনে থেকেও, স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে সফরকারী নিউজিল্যান্ড। এদিকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেল কিউইরা৷ চোটের কারণে ইংল্যান্ড সফর শেষ, দলটির তারকা অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমের। লর্ডস টেস্টে চোট পাওয়া এই অলরাউন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত তিন মাস।
লর্ডস টেস্টের তৃতীয় দিনে বোলিং করার সময় গোড়ালির চোটে পড়েন গ্র্যান্ডহোম। সোমবার এই তারকার ডান পায়ে এমআরআই স্ক্যান করানো হয়। যেখানে দেখা যায় তার গোড়ালির হাড়ে চিড় ধরেছে। তাই পুরোপুরি সেরে উঠতে, অন্তত তিন মাস সময় লাগতে পারে এই অলরাউন্ডাকে।
কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড জানিয়েছেন গ্র্যান্ডহোমের চোট বেশ গুরুতর। এই তারকা অলরাউন্ডারকে মাঠে ফিরতে কমপক্ষে ১০ থেকে ১২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। ছিটকে যাওয়া গ্র্যান্ডহোমের পরিবর্তে তাই আরেক অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে বাকি দুই টেস্টের স্কোয়াডে এনেছে কিউইরা।
এক বিবৃতিতে গ্যারি স্টেড বলেন, ‘গ্র্যান্ডহোমের চোট পেয়ে যাওয়াটা আমাদের জন্যে অবশ্যই খারাপ খবর।সে আমাদের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য, আমরা ওর অভাববোধ করব। তবে ব্রেসওয়েলকে পাওয়াটা আমাদের জন্যে স্বস্তির খবর। সে গত কয়েকমাস ধরেই জাতীয় দলের সঙ্গে রয়েছে। মাঠে নামতে সে পুরোপুরি প্রস্তুত আছে।’
-নট আউট/টিএ