03/13/2025 উইন্ডিজ সফরের টি-২০ দলে ফিরলেন তাসকিন
নট আউট ডেস্ক
৮ জুন ২০২২ ০৩:৩২
নট আউট ডেস্কঃ কাঁধের চোটে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল টাইগার পেসার তাসকিন আহমেদকে। এরপর উন্নত চিকিৎসার জন্য এই তারকা পেসারকে পাঠানো হয়েছিল লন্ডনেও। যার কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের দুটি টেস্টই মিস করেন তাসকিন। চোট কাটিয়ে উঠতে এই পেসার এখন নিয়মিত ঘাম ঝরাচ্ছেন মিরপুরের ইনডোরে। গত সপ্তাহ থেকে শুরু করেছেন বোলিং অনুশীলন।
এদিকে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য, তিন ফরম্যাটের দল ঘোষণা আগেই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে শুধুমাত্র ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছিল তাসকিনকে। রিহ্যাবে অনেকটা সুস্থ বোধ করায়, খুশির খবর পেয়েছেন এই গতি তারকা। ক্যারিবীয় দ্বীপে টেস্ট সিরিজ মিস করলেও, তাসকিনকে পাওয়া যাবে টি-টোয়েন্টি সিরিজে। ইতিমধ্যে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।
রিহ্যাবে ও স্কিল ট্রেনিংয়ে কোন জড়তা কাজ না করায়, তাসকিনকে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করেছেন নির্বাচকরা। এছাড়া ফিটনেস টেস্টেও পাশ করেছেন এই পেসার, তাই মাঠে নামতেও আর থাকছে না কোন বাধা। সব ঠিক থাকলে টি-টোয়েন্টি সিরিজের আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াই দিবেন তাসকিন। ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজের জন্য এই পেসার দেশ ছাড়বেন আগামী ২৩ জুন।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
-নট আউট/টিএ