03/14/2025 কোচ ও অধিনায়কের আগ্রাসী মানসিকতায় রোমাঞ্চিত রশিদ
নট আউট ডেস্ক
৮ জুন ২০২২ ০৫:২৮
নট আউট ডেস্ক: ২০১৯ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন না আদিল রশিদ। যদিও তাকে দেখা যেতে পারে ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে। এমনটাই চাওয়া ইংল্যান্ডের নব্য টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামের। ইতোমধ্যেই রশিদের সঙ্গে যোগাযোগ করেছেন ম্যাককালাম। ইংল্যান্ডের নব্য টেস্ট কোচের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন রশিদ।
২০১৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে শেষবারের মতো ইংল্যান্ডের হয়ে খেলেন রশিদ। এরপর দলে সুযোগ পাননি তিনি। পরবর্তীতে ইংল্যান্ডের টেস্ট দলে অপরিহার্য সদস্যে পরিণত হন স্পিনার জ্যাক লিচ।
টেস্ট দলের কোচ হওয়ার পর আদিলের দিকে নজর গিয়েছে ম্যাককালামের। ইতোমধ্যেই রশিদকে বার্তা পাঠিয়েছেন তিনি। রশিদও ফিরতি বার্তায় জানিয়ে দেন, টেস্ট খেলতে তিনি প্রস্তুত।
রশিদ বলেন, 'নতুন কিছু যখন আসে সেটা অবশ্যই রোমাঞ্চকর। ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকস- দুজনই ইতিবাচক এবং আগ্রাসী মানসিকতার। এটাই আমাকে রোমাঞ্চিত করে, এটা দারুণ।'
'ব্রেন্ডন আমার সঙ্গে যোগাযোগ করেছে। টেস্ট ক্রিকেটের দরজা বন্ধ করে দেইনি। আমি সেখান থেকে অবসর নেইনি বা তেমন কিছুই হয়নি। টেস্ট ক্রিকেট খেলা সবারই স্বপ্ন। আমি এর ব্যতিক্রম নই।'
রশিদ ছাড়াও মঈন আলী, লিয়াম লিভিংস্টোন ও জস বাটলারকে টেস্ট দলে নিয়মিত চান ম্যাককালাম। ইতোমধ্যেই নতুন অধিনায়ক বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের অভিজ্ঞ দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে দলে ফিরিয়েছেন ম্যাককালাম।
-নট আউট/এমআরএস