03/14/2025 রুটের সাথে বিবাদে না জড়িয়ে খুশি ব্রড
নট আউট ডেস্ক
৮ জুন ২০২২ ২২:৩০
নট আউট ডেস্কঃ ইংল্যান্ড ক্রিকেটে বর্তমানে বিরাজ করছে দারুণ প্রশান্তি। অনেককিছুতে রদবদলের পর পুরোনো নেতার কল্যাণে জয় এসেছে ঘরের মাঠে। যে জয়ের সন্ধানে মরিয়া হয়ে উঠেছিল ইসিবি ও ক্রিকেটাররা। কোচের পর অধিনায়কত্বের বদল অতপর দলে বাদ পড়া স্টুয়াড ব্রড ও জিমি অ্যান্ডারসন। অ্যাশেজ সিরিজ হারের পর দল থেকে বাদ পড়লে ম্যানেজম্যান্টের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রড। তবে নেতৃত্বে থাকা রুটের সাথে সম্পর্কে কোনরকম অবনতি হয়নি বলে জানান ব্রড।
যদিও বেশ কয়েকটি ইংলিশ গণমাধ্যমের মতে গুঞ্জন ছিল দল থেকে বাদ পড়ে জো রুটের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজ সফরেও ইংল্যান্ড যখন ১-০ ব্যবধানে সিরিজ হারে তখন আবারও পালাবদল হয় দেশটির ক্রিকেটে। নেতৃত্ব ছাড়েন রুট। নতুন অধিনায়ক হয়ে ৩৫ বছর বয়সী ব্রড ও ৩৯ বছর বয়সী অ্যান্ডারসনকে ফিরিয়ে আনেন বেন স্টোকস। লর্ডস টেস্ট জেতার পর ব্রড খোলাসা করেন তখনকার অধিনায়ক রুটের সঙ্গে তার সম্পর্কের কথা।
তিনি বলেন, 'জো (রুট) নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর তার সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলেছিলাম। তাকে বলেছিলাম, অধিনায়ক হিসেবে আমার কাছে সে কতটা সম্মানের এবং তার নেতৃত্বে খেলা আমার জন্যে কতটা সৌভাগ্যের ছিল।'
'আগামী কয়েক বছর সে যেন উপভোগ করতে পারে এবং এটাই আমি চাই। এরই মধ্যে ক্রিকেটের একজন কিংবদন্তি হয়ে গেছে। জো আর আমি খুবই ভালো বন্ধু। তারা আমাকে দলে নিলো না, এই কারণে তো আমি কারো সঙ্গে বিবাদে জড়াতে পারি না। তেমন কিছু হলে বিষয়টা অবশ্যই খুব খারাপ দেখাতো।'
নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অসাধারণ পারফর্ম করেন দুই অভিজ্ঞ পেসার অ্যান্ডারসন ও ব্রড। ফেরার ম্যাচে অ্যান্ডারসন নেন ছয় উইকেট, ব্রড চারটি। ম্যাচটি ৫ উইকেটে জেতে ইংল্যান্ড।
-নট আউট/এমআরএস