03/14/2025 সাকিব-শিহাবের ৯, ফাইনালে রংপুর শিশু নিকেতন
নট আউট ডেস্ক
১২ জুন ২০২২ ০২:৩৫
নট আউট স্টাফঃ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় রংপুর শিশু নিকেতন ও সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের মধ্যকার সেমিফাইনালে জয় পেয়েছে রংপুর শিশু নিকেতন।
১১ জুন (শনিবার) নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ৪২ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে উত্তরের বিভাগের দলটি। প্রতিপক্ষকে অলআউট করেছে মাত্র ৫৮ রানে।
প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ১০০ রানের পুঁজি সংগ্রহ করা দলটিই শেষ পর্যন্ত হেসেছে বিজয়ের হাসি। জয়ের নেপথ্যে বড় অবদান ইয়াসিন আরাফাত সাকিব ও শেখ ইমতিয়াজ শিহাবের। দুইজনে মিলে ১৯.৪ ওভারে ৩৭ রান খরচে নিয়েছেন ৯ উইকেট। ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ১৪ রানের ব্যক্তিগত ইনিংসের কল্যাণে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।
লো-স্কোরিং ম্যাচে রংপুর শিশু নিকেতনের হয়ে সর্বোচ্চ রান করেছেন সৈকত রহমান। এই ব্যাটারের সংগ্রহ ছিল ৬৯ বলে ১৮ রান। অপরদিকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ রান তালহা আহমেদ আরিফ ও আশফাক ফাহিজের। দুজনে খেলেছেন ৭ রানের ইনিংস। দলের কোন ব্যাটার ব্যক্তিগত সংগ্রহকে নিয়ে যেতে পারেনি দুই সংখ্যায়।
পরাজিত দলের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন জিলা নুর আহমেদ। ১০ ওভারে ১২ রান ব্যয়ে তুলেছিলেন ৪ উইকেট। নুরের এমন দূর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষ শিশু নিকেতকে অল্প রানে আটকাতে সফল হলেও ব্যাটারদের দূর্বলতায় শেষ পর্যন্ত ফাইনালে খেলা হচ্ছে না দলটির।
-নট আউট/এমআরএস