03/13/2025 বিধ্বংসী শানাকায় হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
১২ জুন ২০২২ ১১:২৭
নট আউট ডেস্কঃ পাল্লাকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে শেষ মূহুর্তে পর্যন্ত ছড়িয়েছে উত্তাপ। আর তাতেই শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এদিন জিততে যাওয়া ম্যাচে অস্ট্রেলিয়ার নাকের ডগা থেকে জয় চিনিয়ে আনেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তাঁর ২৫ বলে অপরাজিত ৫৪ রানের বিধ্বংসী ইনিংসে, অজিদের করা ১৭৬ রান ১ বল বাকি থাকতেই টপকে যায় শ্রীলঙ্কা।
অজিদের রান পাহাড় টপকাতে গিয়ে, এদিন শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে শ্রীলঙ্কা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সমীকরণটা কঠিন বানিয়ে ফেলে তাঁরা। দারুণ শুরুর পরও ইনিংস লম্বা না করেই সাজঘরে ফিরেন লঙ্কান ব্যাটাররা। দলীয় একশ পার করার আগে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় স্বাগতিকরা।
দলটির পক্ষে ওপেনার প্রাথুম নিশানকা করেন ২৭ রান। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ২৬ রান। রাজাপক্ষে করেন ১৭ ও গুনাথিলাকার ব্যাট থেকে আসে ১৫ রান। জয়ের জন্য শেষ তিন ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৫৯ রান। তাই অনেকটা নির্ভার হয়েই ১৮তম ওভারে বল করতে আসেন, আগের তিন ওভারে মাত্র ৩ রান খরচ করে দুই উইকেট পাওয়া জস হ্যাজেলউড।
তবে দিনের সবচেয়ে সফলতম বোলারটিকে রীতিমতো পাড়ার বোলার বানিয়ে ছাড়েন শানাকা। জস হ্যাজেলউডের এক ওভারেই দুটি করে চার ও ছক্কায় ২২ রান তুলে অবিশ্বাস্য কিছুর ইঙ্গিত দেন শানাকা। তবে তখনও জিততে হলে শেষ দুই ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৩৭ রান। পরের ওভার করতে আসা ঝাই রিচার্ডসনকেও বেধড়ক পেটান শানাকা। তাতেই ১৯তম ওভারে লঙ্কানরা পায় ১৮ রান।
জয়ের শেষ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ১৯ রান। কেন রিচার্ডসনের করা ফাইনাল ওভারের প্রথম দুই বলে চার রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। ওভারের তৃতীয় ও চর্তুথ বলে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেন শানাকা। ফলে জয়ের জন্য শেষ দুই বলে স্বাগতিকদের প্রয়োজন পড়ে ৭ রান৷ ওভারের পঞ্চম বলে রিচার্ডসনকে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন শানাকা। তাতেই নিশ্চিত হারতে বসা ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় শ্রীলঙ্কা।
শেষ বলে এক রান প্রয়োজন হলেও, রিচার্ডসন ওয়াইড বল করলে এক বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ৭ম উইকেটে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন দাসুন শানাকা ও করুনারত্নে। ৫ চার ও ৪ ছক্কায় ২৫ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শানাকা। তাকে সঙ্গ দেওয়া করুনারত্নে করেন ১০ বলে গুরুত্বপূর্ণ ১৪ রান।
এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ২৯ রান। মার্কাস স্টয়নিস করেন ৩৮ রান। শেষ দিকে স্টিভেন স্মিথ অপরাজিত থাকেন ৩৭ রান করে। শ্রীলঙ্কার পক্ষে দুটি উইকেট নেন থিকসিনা।
-নট আউট/টিএ