03/15/2025 ব্যর্থতার বলয় ভাঙার চ্যালেঞ্জ ভারতের সামনে, ধারাবাহিকতায় চোখ প্রোটিয়াদের
নট আউট ডেস্ক
১২ জুন ২০২২ ২২:৫৩
নট আউট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন সংস্করণে মলিন ভারতীয় ক্রিকেট দল৷ আফ্রিকা সফরে হোয়াইট ওয়াশ হওয়ার পাশাপাশি বিজয়ের উৎযাপন দীর্ঘসময় হচ্ছে না বাকি দুই ফরম্যাটে৷ তিন ফরম্যাটে টানা ৭ ম্যাচ হারের কবলে দলটি৷ ঘরের মাঠে প্রথম ম্যাচেও হারের ব্যবধান ৭ উইকেটে৷ দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার বলয় ভাঙতে চাইবে টিম ইন্ডিয়া অপরদিকে নিশ্চই ধারাবাহিকতায় চোখ প্রোটিয়াদের৷
নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড সাজিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ নেতৃত্বের দায়িত্বে লোকেশ রাহুল থাকলেও ছিটকে পড়েছেন ইনজুরিতে৷ ঋষভ পন্তের অধীনে প্রথম ম্যাচেই দুই শতাধিক রান করলেও শেষ পর্যন্ত হেরেছে ৭ উইকেটে৷ দ্বিতীয় ম্যাচে (১২ জুন) রবিবার দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭ টায় মাঠে নামবে দুইদল৷
পাঁচ ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে ব্যাট হাতে ভারতীয় ক্রিকেটাররা যেমন ছিলেন দূরন্ত তেমনি বল হাতে ছিল বড্ড মলিন৷ পাওয়ার প্লেতে আটকাতে পারেনি সফরকারী ব্যাটারদের৷ শুরুর ৬ ওভারে দিয়েছিল ৬১, শেষ পাঁচ ওভারেও দিয়েছে ৫৬ রান৷
ভারতীয় ডেথ বোলিংয়ে রয়েছে সমস্যা। আর এই ডেথ বোলিংয়েই আইপিএলে প্রভাবিত করেছেন অর্শদীপ সিং। তাই বোলিং বিভাগে বদল ঘটলে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে বসতে হতে পারে আবেশ খান। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচে ব্যর্থতার পরেই কাউকে ভারতীয় দল বসিয়ে দেবে, এমনটা সচরাচর হয় না। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত দল নিয়েই সম্ভবত মাঠে নামবে ভারত।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য একাদশ:-
রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (অধিনায়ক/উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল৷
-নট আউট/এমআরএস