03/13/2025 মালিঙ্গাকে টপকালেন রশিদ, সামনে সাকিব-সাউদি
নট আউট ডেস্ক
১৩ জুন ২০২২ ২১:২৩
নট আউট ডেস্কঃ ওয়ানডের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও আফগানিস্তানের দাপট চলছে। রবিবার হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছে মোহাম্মদ নবীরা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই আফগানরা টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল। আজকের ম্যাচে দুই উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা টপকে গেলেন রশিদ খান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি মালিঙ্গা। ৬০ ম্যাচ খেলেই মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন রশিদ, তাঁর উইকেটসংখ্যা এখন ১০৮। রশিদের সামনে আছেন কেবল সাকিব আল হাসান ও টিম সাউদি।
৯৬ ম্যাচে ১১৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। আর টিম সাউদি ৯২ ম্যাচে শিকার করেছেন ১১১ উইকেট।
-নট আউট/এমআরএস