03/14/2025 যাত্রাপথে অসুস্থতাবোধ, দেশে ফিরলেন সুজন
নট আউট ডেস্ক
১৩ জুন ২০২২ ২২:০৬
নট আউট ডেস্কঃ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কাছে অনেক আস্থাভাজন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। উইন্ডিজ সফরে মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামের সঙ্গে বিমান যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত উইন্ডিজ যায়নি তিনি। যাত্রাপথে অসুস্থতাবোধ করায় কাতার থেকে দেশে ফিরে আসেন সুজন।
মূলত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ায় ভ্রমণ করতে পারেননি টিম ডিরেক্টর। দেশে ফিরে চিকিৎসা নেওয়ায় অনেকটাই সুস্থ হয়েছেন বলে রোববার জানান সুজন। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজ যাবেন কিনা জানা যায়নি।
এদিকে বিসিবি পরিচালক ওবেদ রশীদ নিজাম উইন্ডিজ যাচ্ছেন ১৫ জুন। বোর্ডের একটি সূত্র জানায়, পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবও যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখতে।
বাংলাদেশ দল ইতমধ্যে খেলেছে নিজেদের প্রস্তুতি ম্যাচ। যুক্তরাষ্ট্র থেকে দলের সাথে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ডিউক বলে কোচের সাথে বিশেষ ক্লাস করেছেন ১৬ মাস পর লাল বলের ক্রিকেটে ফেরা মুস্তাফিজুর রহমান। আগামী ১৬ জুন প্রথম টেস্টে স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।
-নট আউট/এমআরএস