03/14/2025 ট্রেন্টব্রিজের শতকে ইউনুস-গাভাস্কারকে পেছনে ফেললেন রুট
নট আউট স্টাফ
১৪ জুন ২০২২ ০৫:৫০
নট আউট স্টাফ: টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ে ব্যাট হাতে যে কয়েকজন ব্যাটার রাজত্ব করছে তাদের মধ্যে অন্যতম জো রুট৷ নেতৃত্ব কিংবা নেতৃত্বের বাইরে তিনি রক্ষা করেছেন রানে ধারাবাহিকতা৷ সর্বশেষ আইসিসির প্রকাশিত ব্যাটারদের তালিকায় উঠে এসেছেন দুই নম্বরে৷ ট্রেন্টব্রিজ টেস্টে শতক হাকিয়ে দুই কিংবদন্তি ইউনুস খান ও সুনীল গাভাস্কারকে রানের বিচারে পেছনে ফেলেছেন এই ডান হাতি ব্যাটার৷
লর্ডস টেস্টে ম্যাচ জয়ী শতকে পূরণ করেছিলেন দশ হাজার রান৷ এবার দ্বিতীয় টেস্টে শতক হাকিয়ে ইউনুস খানের ১০০৯৯ এবং সুনীল গাভাস্কারের ১০১২২ রানকে টপকিয়ে রুটের সংগ্রহ ১০১৯৯৷
তালিকায় সবার উপরে রয়েছেন শচীন টেন্ডুলকার৷ এ কিংবদন্তির সংগ্রহ ১৫৯২১ রান৷ দ্বিতীয় অবস্থানে থাকা রিকি পন্টিংয়ের সংগ্রহ ১৩৩৭৮৷
জো রুট সবাইকে টপকিয়ে রাজার আসনে বসতে পারবেন কি না সেটির উত্তর সূদূর ভবিষ্যতের জন্যই তুলে রাখা যাক৷ ক্রিকেট বড্ড অনিশ্চয়তার খেলা বটে৷ কিন্তু যেভাবে রান করছেন রুট তার ধারাবাহিকতা দুই-তিন বছর থাকলেও বর্তমানে ১২ থাকা অবস্থানকে নিতে পারবে আরও উপরে৷
-নট আউট/এমআরএস