03/14/2025 অনুশীলনেই লড়াই, শরীফুলকে হারালেন সাইফউদ্দিন
স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২২ ০৫:৫৮
স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর অপেক্ষায় এখন বাংলাদেশ দল। দেশে রয়ে গেছেন ওয়ানডে ও টি-২০ দলের কয়েকজন ক্রিকেটার। নিজেরাই মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন তারা।
নিজেদের প্রস্তুত করতে নেটে ঘাম ঝরাচ্ছেন সবাই। আঙুলের ইনজুরি কাটিয়ে শরীফুল ইসলাম বোলিংয়ে ফিরেছেন। মোহাম্মদ সাইফউদ্দিনও ছন্দ ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন। উদীয়মান দুই ক্রিকেটার সোমবার নেটে নিজেদের মধ্যে লড়াইয়ে মেতেছিলেন। শরীফুল বোলিং করেছেন, ব্যাটিং করেছেন সাইফউদ্দিন।
মধুর এই লড়াইয়ে অগ্রজ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন জিতেছেন। সোমবার সেই তথ্য জানিয়ে শরীফুল বলেন, ‘প্র্যাকটিসের সময় বলেছি- আজ আমরা ম্যাচের পরিস্থিতির মত খেলব। এখানে বেশি নেট বোলার নেই, যাতে কষ্ট কম লাগে তাই আরকি। নির্দিষ্ট ওভার ছিল, নির্দিষ্ট রান ছিল। সাইফউদ্দিন ভাই জিতেছে।’
যদিও ওয়ানডে, টি-২০ দলে শরীফুলের প্রতিদ্বন্দ্বি হয়ে উঠতে পারেন সাইফউদ্দিন। অবশ্য সেসব নাকি মাথায় আনেন না শরীফুল। বাঁহাতি এ পেসার আজ বলেছেন, ‘আসলে আমরা সবসময় বন্ধুত্বের মতই রাখি। চ্যালেঞ্জ হিসেবে নেই না। আমরা প্র্যাকটিস করি, যে ভালো করে সে-ই খেলে। তাই কে খেলবে না খেলবে এটা নিয়ে চিন্তা করি না।’
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন শরীফুল। সেই চোট কাটিয়ে এখন নিয়মিত অনুশীলন করছেন। প্রস্তুত হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। নিজের অবস্থা জানিয়ে শরীফুল বলেন, ‘ভালো লাগছে। প্রথমে একটু কষ্ট লাগছিল। আজকে আগের চেয়ে ভালো লাগছে। কিছু দিন ধরে বল করছি, ড্রিল করছি। আগের ছন্দে ফেরার চেষ্টা করছি। দেখা যাক কতটুকু করতে পারি।’
-নট আউট/এমজেএ/টিএ