03/13/2025 লাল বলে শতভাগ ভালোবাসা
মশিউর রহমান শাওন
১৪ জুন ২০২২ ১৯:২২
মশিউর রহমান শাওন: ক্রিকেট ব্যাকরণে এমন কিছু না থাকলেও স্বাভাবিকভাবে যা হয় তা হলো তিন সংস্করণে সমানতালে খেলা একজন ক্রিকেটার সবার আগে বিদায় বলেন টেস্ট ফরম্যাটকে, এরপর ওয়ানডে, অতপর টেস্ট৷ তবে ব্যতিক্রমীদের মধ্যে একজন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন৷
দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই ডান হাতি দ্রুতগতি বোলারের ম্যাচ সংখ্যা ৩৮৪৷ যার মধ্যে টেস্ট ম্যাচ মোটে ১৭১৷ বয়স চল্লিশের ঘরে৷ যে বয়সে ব্যাট হাতে শাসন করা সম্ভব নয় ক্রিকেট বিশ্বকে সেই বয়সে ঘন্টায় ১৪০ কি.মি গতিতে নিয়মিত বল করে সময়ের সেরা ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন দারুণভাবেই৷ এই বয়সে একজন বোলারের লাল বলে ধারাবাহিক গতির সাথে ইনসুইং, আউট সুইংয়ের কথা আপনাকে মুগ্ধ না করলেও আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন যদি একবার খেলা দেখতে বসে পড়েন৷
একজন ফাস্ট বোলার যার ঝুলিতে টেস্ট উইকেট ৬৫০টি৷ সেই বোলার সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৫ সালে৷ কুড়ি ওভারের ক্রিকেটকে বিদায় বলেছেন আরও ৬ বছর আগে৷ অর্থ্যাৎ ২০০৯ সালে৷
ওয়ানডেতে জেমস খারাপ বলে টেস্টের প্রতি ভালোবাসা নিংরে দিয়েছে এমনটিও নয়৷ ১৯৪ ম্যাচে নিয়েছেন ২৬৯ উইকেট৷ ওভারপ্রতি গড় পাঁচের কম৷ হয়তো বিধাতা চেয়েছে বর্তমান তরুন প্রজন্ম যেটিতে অনিচ্ছুক বেশি সেটির আইডল বনে যাক অ্যান্ডারসন৷
টেস্ট ক্রিকেটের প্রতি নিবেদন কতটা তা ছোট্ট সমীকরণে বুঝে যাওয়ার কথা আপনার৷ যদি আপনি ক্রিকেট বুঝে থাকেন৷
অ্যান্ডারসন তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত বল করেছেন ৩৬৮২৮ টি৷ যা ওভারের হিসেবে ৬১৩৮৷ এই সংখ্যার বিচারে তার অবস্থান বর্তমানে ৪ নম্বরে৷ সংখ্যাটা দেখে আপনি চমকে যেতে পারেন৷ অবিশ্বাস্য বলে মাথায় হাত দিতে পারেন৷ তবে বিস্ময়ের অনেকটা বাকি আছে এখনো৷ ক্যারিয়ারে রান শূণ্য ওভার করেছেন ১৬০৪টি৷ পাঁচ উইকেট নিয়েছেন ৩১ বার, দশ উইকেট নিয়েছেন ৩ বার৷ ইনিংসে ৪ উইকেট পাওয়ার সংখ্যা ৩০ বার৷ এছাড়াও ব্যাট হাতে আছে হাজারের উপরে রান৷ পরিসংখ্যানের হিসেবে রান সংখ্যা ১২৭৮৷
আরও একটি অবাক করা তথ্য দেওয়া যেতেই পারে৷ এই সংস্করণে ১১ নাম্বারের ব্যাটিং করে জিমি করেছেন ৬০৯ রান৷ ব্যক্তিগত সর্বোচ্চ ৮১ রান৷ মোট রানের বিচারে রয়েছেন তিন নম্বরে৷ ব্যক্তিগত ইনিংসে সবার উপরে৷ এমন সুদর্শন ক্যারিয়ার দেখে তার প্রতি মুগ্ধ না হয়ে উপায় কি আপাতত জানা নেই ক্রিকেটপ্রেমীদের৷
অ্যান্ডারসন ক্যারিয়ারে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতের বিপক্ষে৷ ৩৪ টেস্টে ১২৩৫.৩ ওভার বল করে উইকেট সংখ্যা ১৩৩৷ পাঁচ উইকেট নিয়েছেন পাঁচ বার৷
২০১৭-২১ এই পাঁচ বছরে অ্যান্ডারসন ৪৬ ম্যাচে নিয়েছেন ১৭২ উইকেট৷ ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে ৮ বার৷
সাদা পোষাকের প্রেমিক হয়ে অ্যান্ডারসন বিচ্ছেদ করেছিলেন রঙিন পোষাকের সাথে৷ এই পোষাক তাকে এতকিছু দিয়েছে যা অকল্পনীয়৷ ক্রিকেট বিশ্বের প্রথম দ্রুতগতির বোলার হিসেবে নিয়েছেন ৬৫০ উইকেট৷ পেসারদের ইনজুরি স্বাভাবিক বিষয় তারপরেও চোটমুক্ত হয়ে নিয়মিত খেলার সামর্থ্য নিশ্চই সফলতার মূল চাবি৷
পেসারদের মধ্যে উইকেট সংগ্রাহকে সবার উপরে থাকা জিমি টেস্ট ইতিহাসে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন তিন নম্বরে৷ দুইয়ে থাকা প্রয়াত শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ৭০৮ এবং এক নম্বরে থাকা মুত্তিয়া মুলারিধরনের উইকেট ৮০০৷
অ্যান্ডারসন কবে বিদায় বলবেন ক্রিকেটকে সেটি ভবিষ্যতের জন্য রাখাই ভালো৷ ফিটনেস, পারফরম্যান্স বিচারে এটুকু বলা যায় খুব দ্রুত বিদায় বলার সম্ভাবনা নেই বললেই চলে৷ যতদিন আছে উপভোগ করা যেতে পারে তার বোলিং সৌন্দর্য৷ যে সৌন্দর্যের প্রেমে পড়লে জীবনের নেই কোন ক্ষতি৷ বরং লাভ আছে অনেক দিক দিয়েই৷
-নট আউট/এমআরএস