03/14/2025 পাকিস্তান জুনিয়র লিগে ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য প্রকাশ
নট আউট ডেস্ক
১৫ জুন ২০২২ ০২:৩৪
নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটের পাইপলাইন আরও মজবুত করতে নতুন পরিকল্পনায় হাটছে দেশটির ক্রিকেট বোর্ড। সুপার লিগ আয়োজনে পর জুনিয়র লিগ আয়োজনে পরিকল্পনার কথা জানিয়েছিল পিসিবি। সেই পরিকল্পনা বাস্তবায়নে আরেকধাপ এগিয়ে গেল তার। প্রকাশ করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ।
প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭ লাখ মার্কিন ডলার। তার আগে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক অনুরোধ জানিয়েছিলেন, যাতে ভিত্তি মূল্যে কিছুটা ছাড় দেয়া হয়।
কিন্তু সবদিক বিবেচনা করেই পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। লিগ শুরুর ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিত্তিমূল্যে পরিবর্তন আসার আর কোনো সম্ভাবনা নেই। তাছাড়া ২৩ বছরের কম বয়সী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে পিসিবি।
পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতেই মূলত এই লিগের আয়োজন করতে যাচ্ছে পিসিবি। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল। প্রথম আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১৯টি।
এরই মধ্যে এই টুর্নামেন্টে দলগুলোর জন্য ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে পিসিবি। ইতোমধ্যেই মোট ২৪ টি প্রতিষ্ঠান পাকিস্তানের জুনিয়র লিগের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে আফ্রিদির মালিকাধীন একটি ফ্র্যাঞ্চাইজিও আছে।
আগামী পহেলা অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে তরুণ ক্রিকেটারদের এই লিগ। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না পেলেও জানা গেছে এক অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর।
-নট আউট/এমআরএস