03/13/2025 এক পশলা বৃষ্টির পর ম্যাক্সওয়েল ঝড়
নট আউট ডেস্ক
১৫ জুন ২০২২ ২০:৫৪
নট আউট ডেস্কঃ পাল্লাকেলেতে সিরিজের প্রথম ওয়ানডেতে নাটকীয় জয় পেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। লঙ্কানদের রানের পাহাড় টপকাতে গিয়ে ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যারন ফিঞ্চের দল। এদিন শ্রীলঙ্কার ৩০০ রানের জবাবে, অজিরা ৭৩ রান তুলতেই হানা দেয় বৃষ্টি।
ফলে নতুন করে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ৪৪ ওভারে ২৮২ রানে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেই কঠিন লক্ষ্য আরও কঠিন বানিয়ে ফেলে অজিরা। শেষ দিকে একাই লড়াই করে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে দুর্দান্ত জয় এনে দেন ম্যাক্সওয়েল। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।
পাল্লাকেলেতে এদিন শ্রীলঙ্কার দেওয়া ৩০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর দলের হাল ধরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভ স্মিথ। দ্বিতীয় উইকেটে দু'জন মিলে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে অজিদের প্রাথমিক বিপর্যয় কাটান। এরপর দলীয় ৭৩ রানে, ব্যাক্তিগত ৪৪ রানে ফিঞ্চের বিদায়ে ভাঙে এই জুটি। এরপরেই ম্যাচ হানা দেয় বৃষ্টি। ফলে ঘণ্টাখানেক বন্ধ থাকে খেলা।
বৃষ্টি থামলে মাঠে ম্যাচ গড়ালেও, অস্ট্রেলিয়ার সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৪৪ ওভারে ২৮২ রান। এরপর ল্যাবুশেনকে নিয়ে দলকে কক্ষপথে রাখেন স্মিথ। তবে দ্রুত রান তুলতে গিয়ে ব্যাক্তিগত ২৪ রানে কাটা পড়েন ল্যাবুশেন। এরপর হাফ সেঞ্চুরি তুলে স্মিথ বিদায় নিলে চাপে পড়ে অজিরা। ফলে লঙ্কানদের এই রান তাড়া কঠিন হয়ে যায় সফরকারীদের। এরপর নেমেই ঝড় তোলেন মার্কাস স্টয়নিস। তাকে সঙ্গ দেন অ্যালেক্স ক্যারি।
দুজনের ব্যাটে চড়ে অজিরা এগুচ্ছিল সমানতালেই। তবে ভয়ংকর হয়ে উঠা স্টয়নিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে স্বস্তি ফেরান হাসারাঙ্গা। ৪ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৪৪ রানে ফিরেন তিনি। এরপর লঙ্কানদের রানের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত রান তুলতে থাকেন ম্যাক্সওয়েল। তবে দলীয় ২২৮ রানে এক ওভারেই হাসারাঙ্গা ফেরান অ্যালেক্স ক্যারি (২১) ও প্যাট ক্যামিন্সকে (০)। তাতেই ম্যাচ ফসকে যেতে থাকে অস্ট্রেলিয়ার হাত থেকে। অ্যাশটন অ্যাগারও ফিরেন ৩ রান করে।
শেষ দিকে অজিদের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন ম্যাক্সওয়েল। তুলে নেন ঝড়ো হাফ সেঞ্চুরিও। তান্ডব চালিয়ে হারতে বসা ম্যাচে ম্যাক্সওয়েল দেন নতুন করে প্রাণ। শেষ পর্যন্ত ১০ বল ও ২ উইকেট হাতে রেখেই নাটকীয় জয় পায় অস্ট্রেলিয়া। ৬টি করে চার ও ছক্কায় ৫১ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার পক্ষে চার উইকেট নেন হাসারাঙ্গা।
এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০০ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে ৮ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন কুশল মেন্ডিস। এছাড়া দুই ওপেনার প্রাথুম নিশানকা ও গুনাথিলাকা করেন যথাক্রমে ৫৬ ও ৫৫ রান করে। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৩৭ রান। শেষ দিকে ১৯ বলে ঝড়ো ৩৭ রান আসে হাসারাঙ্গার ব্যাট থেকে।
-নট আউট/টিএ