03/13/2025 পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
নট আউট স্টাফ
১৬ জুন ২০২২ ০৬:২৩
নট আউট স্টাফ: চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজে যখন বাংলাদেশ ক্রিকেট দল তখন পুরো দেশে পদ্মা সেতু উদ্বোধনে এক অন্যরকম আনন্দ বহমান৷ আগামীকাল ১৬ জুন শুরু হবে প্রথম টেস্ট৷ টাইগারদের এই সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে৷
সিরিজ মাঠে গড়ানোর আগের দিন আনুষ্ঠানিক নাম ঘোষণায় জানানো হয়- ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ।’ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন।
অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।
পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। এক সময়ের স্বপ্নের সেতু এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। আগামী ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের এই সেতুর উদ্বোধন হবে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন।
-নট আউট/এমআরএস