03/13/2025 নাটকীয় জয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
১৭ জুন ২০২২ ১৯:৪৮
নট আউট ডেস্কঃ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টায়, বোলারদের দাপুটে বোলিংয়ে ২৬ রানের জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে লঙ্কানদের দেওয়া ২১৭ রানের টার্গেটে ব্যাট করে, শেষ ২১ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। লঙ্কানদের এই জয়ে সিরিজে এখন ১-১ সমতা।
পাল্লেকেলেতে এদিন (বৃহস্পতিবার) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে, ৪৩ ওভারে অজিদের ২১৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিক শ্রীলঙ্কা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার শুরুটা করেন সাবধানী। তবে, দলীয় ৩৯ রানের মাথায় ব্যাক্তিগত ১৪ রানে ফিরেন ফিঞ্চ। এই ওপেনারকে ফেরান ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর স্মিথকে নিয়ে দলকে কক্ষপথে রাখেন ওয়ার্নার। তবে থিতু হয়েও ফের ধনাঞ্জয়ার শিকার হয়ে ফিরেন ওয়ার্নারও। ৫ চারে ৫১ বলে ৩৭ রান করে ফিরেন তিনি।
দুই ওপেনারকে তুলে নেওয়ার পর অস্ট্রেলিয়াকে চেপে ধরে স্বাগতিক বোলাররা। এরপর দলীয় একশ পার করার আগেই সফরকারীরা হারায় স্মিথের উইকেট। ৩ চারে ৩৫ বলে করুনারত্নের শিকার হয়ে তিনি ফিরেন ব্যাক্তিগত ২৮ রান করে। এরপরেও কক্ষপথেই ছিল অজিরা। তবে তরুণ লঙ্কান স্পিনার দিনুথ জোড়া আঘাত হানলে বিপাকে পড়ে অজিরা। এই স্পিনার তুলে নেন ট্রাভিস হেড (২৩) ও মার্নাস ল্যাবুশেনকে (১৮)।
১৩২ রানের মধ্যে ৫ উইকেট হারানো অজিদের হয়ে প্রতিরোধ গড়েন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি। এই দু'জনের ব্যাটে একটা সময় জয়টা সহজ হয়ে যায় অজিদের জন্য। তবে এরপরেই মরণকামড়টা দেয় লঙ্কান বোলাররা। দলীয় ১৭০ রানে চড়াও হয়ে খেলতে থাকা ম্যাক্সওয়েলকে ফেরান করুনারত্নে। ৫ চারে ২৫ বলে ৩০ রান করেন ম্যাক্সওয়েল। এরপর ১২ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারিয়ে ম্যাচটাই হেরে বসে অজিরা।
তাতেই ২৬ রানের দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন করুনারত্নে। চামিরাও দিনুথের শিকার দুইটি করে উইকেট।
এর আগে টস হেরে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে, ৪৭.৪ ওভারে ২২০ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। এরপরেই বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। বৃষ্টি থামলে লঙ্কানরা আর নামেনি ব্যাট করতে। ফলে ডিএল মেথডে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ৪৩ ওভারে ২১৬ রান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া অধিনায়ক দাসুন শানাকা ও ধনাঞ্জয়া ডি সিলভা করেন ৩৪ রান করে। দিনুথের ব্যাট থেকে আসে ২০ রান। করুনারত্নে ও গুনাথিলাকা করেন ১৮ রান করে।
অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স একাই নেন চারটি উইকেট। এছাড়া ম্যাথু কুহেনম্যান ও গ্লেন ম্যাক্সওয়েল নেন দুইটি করে উইকেট।
-নট আউট/টিএ