03/14/2025 ইংল্যান্ড- নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ শুরু আজ
নট আউট ডেস্ক
১৭ জুন ২০২২ ২১:০৮
নট আউট ডেস্ক: শুক্রবার (১৭ জুন) শুরু হচ্ছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ৷ বাংলাদেশ সময় বেলা ৩টায় সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত ইংল্যান্ড। এরমধ্যে সাদা বলের অধিনায়ক ইয়োইন মরগানের নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলতে নামবে ইংল্যান্ড।
অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রনে গড়া হয়েছে ইংল্যান্ড দলটি। প্রথমবারের মত ইংল্যান্ডের সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাথু মট। সামনের মাসে ভারতকে সফরকে পরিকল্পনায় রেখে, এখান থেকে দল সাজানোর কাজটা সেরে ফেলার ইচ্ছা ইংল্যান্ডের।
২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নেমেই চমক দেখিয়েছিলো নেদারল্যান্ডস। ৪ উইকেটে জিতেছিল ডাচরা।
সিরিজের বাকী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ জুন।
-নট আউট/এমআরএস