03/14/2025 ইনিংসে ছয় ‘শূন্য’, লজ্জার রেকর্ডে বাংলাদেশই এগিয়ে
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ০৪:৪৬
স্পেশাল করেসপন্ডেন্ট: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী অব্যাহত রয়েছে। দেশের মাটিতে, দেশের বাইরে সর্বত্রই টেস্টে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে টপ অর্ডার। ব্যর্থতায় নতজানু দলটা বারবারই লজ্জার রেকর্ডে নাম তুলছে।
অ্যান্টিগাতেও দুঃস্বপ্নের ব্যাটিংয়ে মূর্ত বাংলাদেশ দল। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। বাংলাদেশ ‘ডাক বিভাগের’ অ্যাম্বাসেডর বলা হচ্ছে মুমিনুল-শান্তদের। কেউ কেউ আবার বলছেন টেস্টে শূন্যের অ্যাম্বাসেডর যেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। গতকাল অ্যান্টিগায় প্রথম ইনিংসে ৬ ব্যাটসম্যান ডাক মেরেছেন।
টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ৬ ব্যাটসম্যানের শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে। গতকাল স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এই ঘটনার সপ্তম প্রদর্শনী করেছে বাংলাদেশ দল। লজ্জার এই রেকর্ডে টাইগাররাই সবার উপরে।
সাত বারের মধ্যে তিনবারই এই ঘটনার শিকার বাংলাদেশের ব্যাটসম্যানরা। পরপর দুই টেস্টে এমন জঘন্য ব্যাটিং উপহার দিয়েছেন জয়-শান্তরা। গত মাসেই মিরপুর স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ জন শূন্য রানে আউট হয়েছিলেন।
মুশফিকুর রহিমের ১৭৫ ও লিটন দাসের ১৪১ রানে ওই ইনিংসে কম রানে আউট হওয়ার লজ্জা থেকে বেঁচে গিয়েছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৩৬৫ রান করেছিল টাইগাররা।
কিন্তু অ্যান্টিগায় লজ্জা থেকে বাঁচা যায়নি, ১০৩ রানে অলআউট হয়েছে সাকিব বাহিনী। গতকাল ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন ব্যাটসম্যানরা। রানের খাতা খুলতে সমর্থ হননি মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
২০ বছর আগেও একবার এই লজ্জায় পড়েছিল বাংলাদেশ দল। ২০০২ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই টাইগারদের ৬ ব্যাটসম্যান ডাক মেরেছিলেন।
টেস্টের এক ইনিংসে ৬ জনের ‘ডাক’ মারার এই তালিকার শুরুটা ক্যারিবিয়ানদের হাত দিয়েই। ১৯৮০ সালে করাচিতে স্বাগতিক পাকিস্তানের ৬ ব্যাটসম্যানকে শূন্য রানে ফিরিয়েছিলেন উইন্ডিজ বোলাররা। এই তালিকায় আছে দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ডের নামও।
ছয় ব্যাটসম্যানের ডাক মারার ইনিংসগুলো
দল প্রতিপক্ষ সাল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ১৯৮০, দক্ষিণ আফ্রিকা-ভারত ১৯৯৬, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২০০২, ভারত- ইংল্যান্ড ২০১৪, নিউজিল্যান্ড-পাকিস্তান ২০১৮
বাংলাদেশ- শ্রীলঙ্কা ২০২২, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২০২২
-নট আউট/এমজেএ/এমআরএস