03/13/2025 পন্থ কিছুই শিখেনি, হতাশ গাভাস্কার
নট আউট ডেস্ক
১৯ জুন ২০২২ ১৯:০৩
নট আউট ডেস্ক: লোকেশ রাহুলের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ৷ সেই সিরিজে এক অলিখিত নিয়ম দাঁড় করিয়েছেন ভারতীয় দলের নেতা৷ প্রতিপক্ষ বোলাররা অফ স্টাম্পের বাইরে বল করবে আর ছয় মারতে গিয়ে আউট হবেন তিনি৷ সিরিজের চার ম্যাচেই দেখা মিলেেছে এমন দৃশ্যপট৷ পন্থের এমন কান্ডে হতাশ ও ক্ষুব্ধ সুনীল গাভাস্কার৷
শুক্রবারের ম্যাচের পর গাভাস্কার বলেছেন, “কিচ্ছু শেখেনি। আগের তিনটে আউট থেকে কোনও শিক্ষাই নেয়নি। ওরা পরের পর বাইরে বল করে যাচ্ছে। পন্থও সেই ফাঁদে পা দিচ্ছে। মাঠ পার করানোর মতো শক্তি দিয়ে সেই শট মারতে পারছে না। অফ স্টাম্পের বাইরের বলে খেলা ওকে এখনই বন্ধ করতে হবে৷
অফ স্টাম্পের বাইরের বলে পা দিয়ে পন্থ কত বার আউট হয়েছেন, তার একটা হিসাব দিয়েছেন গাওস্কর। বলেছেন, “এ বছর অফ স্টাম্পের বাইরের বলে ও ১০ বার আউট হয়েছে। ও যদি না মারত, তা হলে কিছু বলকে অনায়াসে ওয়াইড ডাকত আম্পায়ার। বলের থেকে পন্থের শরীর অনেকটাই দূরে ছিল। সেই বলে কোনও দিনই মারার জন্য যথেষ্ট শক্তি পাবে না। অধিনায়ক হয়ে একই ভাবে বার বার আউট হওয়া মোটেই ভাল লক্ষণ নয়।”
পন্থের এই ভুল শট নির্বাচন কারওরই নজর এড়াচ্ছে না। ইতিমধ্যেই এ ব্যাপারে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। অনেকে আবার বলে দিচ্ছেন, পন্থ আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন তো? সব মিলিয়ে, চাপ বাড়ছে এই ক্রিকেটারের উপরে।
-নট আউট/এমআরএস