03/15/2025 পাকিস্তান নারী ক্রিকেট দলের কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
নট আউট ডেস্ক
১৯ জুন ২০২২ ২০:৩৭
নট আউট ডেস্ক: পত্রিকার পাতায় চোখ বুলালে নারী নির্যাতন, যৌন হয়রানির খবর খুঁজে পাওয়া যায় যায় অনায়াসে৷ প্রতিনিয়ত রাস্তা-পথে বাড়ছে এমন ঘটনা৷ এবার ক্রিকেট পাড়ায় উঠেছে যৌন হয়রানির অভিযোগ৷ তা হলো পাকিস্তান নারী ক্রিকেট দলের কোচ নাদিম ইকবালের বিপক্ষে৷
দেশটির এক নারী ক্রিকেটার সম্প্রতি ভিডিওবার্তায় যৌন হয়রানির অভিযোগ তুলেছেন৷ এমন অভিযোগে কোচ নাদিমকে করা হয়েছে সাময়িক বরখাস্ত৷ বিষয়টি আমলে নিয়ে খতিয়ে দেখছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
যৌন হয়রানির শিকার নারী ক্রিকেটারটি সম্প্রতি পুলিশের কাছে অভিযোগ করেছেন। তার অভিযোগে বলা হয়েছে, কয়েক বছর আগে যখন মুলতানে নারী দলের ট্রায়ালে গিয়েছিলেন তিনি, সেখানকার তৎকালীন কোচ ছিলেন নাদিম।
তার ভাষ্য, ‘সে আমাকে জাতীয় দলে জায়গা করে দেওয়ার ও ক্রিকেট বোর্ডে কোনো চাকরি পাইয়ে দেওয়ার আশা দেখিয়ে আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে আমাকে যৌন হয়রানির শিকার বানায়, তাতে তার বন্ধুরাও জড়িত ছিল। সে সেইসবের ভিডিওচিত্র ধারণ করে রাখে, পরে সেসব দিয়ে আমাকে ব্ল্যাকমেইলও করেছে।’
পাকিস্তানের সাবেক পেসার নাদিম কোচ ছিলেন মুলতান অঞ্চলের। এই ঘটনায় তিনি বোর্ডের সঙ্গে চুক্তির কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, এ বিষয়ে তদন্ত চলছে এখন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘কোনো প্রকার অপরাধের তদন্ত আমরা করতে পারব না, কারণ এটা পুলিশের কাজ। কিন্তু আমরা এখন দেখছি আমাদের সঙ্গে করা চুক্তির কোনো শর্ত তিনি ভেঙেছেন কি না।’
-নট আউট/এমআরএস