03/14/2025 টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় নেই শামি: নেহরা
নট আউট ডেস্ক
২০ জুন ২০২২ ০৩:৩৮
নট আউট ডেস্ক: ভারতের সাবেক পেসার আশিষ নেহরা মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বর্তমান পরিকল্পনায় নেই মোহাম্মদ শামি। তবে রোহিত শর্মার নেতৃত্বে আগামী বছর দেশে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে দলের মারাত্মক বিকল্প হতে পারেন তিনি।
৩১ বছর বয়সী পেসার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে খেলার পর থেকে সাদা বলের স্কোয়াডে জায়গা নিতে পারেননি। ক্রিকবাজকে নেহরা বললেন, ‘দেখে মনে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান পরিকল্পনায় সেই নেই। কিন্তু আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে জানি। এমনকি সে যদি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলে, ভারত তাকে নিশ্চিতভাবে ২০২৩ সালের ঘরের মাঠের বিশ্বকাপে বিবেচনা করবে। আমরা এই বছর খুব বেশি বিশ্বকাপ খেলিনি এবং আইপিএলের পর থেকে শামি বিশ্রামে। ইংল্যান্ডে টেস্ট ম্যাচের পর ৫০ ওভারের খেলায় ভারত তাকে খেলাতে পারে।’
গুজরাটের আইপিএল জয়ী কোচের মতে, ভারত তাদের সেরা খেলোয়াড়দের খেলাতে চায়। আর শামি তাদের মধ্যে একজন। নেহরা বলেছেন, ‘এই বছর আমরা অনেক ওয়ানডে খেলিনি এবং শামি আইপিএলের পর বিশ্রামে। টেস্ট ম্যাচের পর ভারত তাকে ইংল্যান্ডে ৫০ ওভারের ম্যাচ খেলাতে পারে। ইংল্যান্ডের মতো শীর্ষ পর্যায়ের সাদা বলের দলের বিপক্ষে আপনি খেলবেন তিন ওয়ানডে এবং তাদের হারাতে পছন্দ করবেন। এজন্য আপনার প্রয়োজন সেরা বোলার, আমি নির্দ্বিধায় শামিকে সেই তালিকায় রাখি।’
-নট আউট/এমআরএস