03/13/2025 ‘আলহামদুলিল্লাহ, ব্যথা ছাড়াই বোলিং করেছি’
নট আউট ডেস্ক
২২ জুন ২০২২ ০৫:৩৮
নট আউট ডেস্কঃ ইনজুরির সঙ্গে পেসার তাসকিন আহমেদের সখ্যতা বেশ পুরনো। ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরি যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই গতি তারকার। তবে ইনজুরিকে পাশ কাটিয়ে তাসকিন বরাবরই এসেছেন ভয়ংকর হয়ে। সবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে এই পেসারের কাঁধে ভর করেই দুর্ভেদ্য পথ পাড়ি দেয় বাংলাদেশ। তবে ওই সফরেই কাঁধের ইনজুরিতে পড়ে, মাঝপথে দেশে ফিরতে হয়েছিল তাকে।
দক্ষিণ আফ্রিকা সফরে চোট পাওয়া তাসকিন, এরপর আর বাইশ গজে এখনও পারেনি নামতে। এদিকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেরে উঠা এই পেসার নিজেকে তৈরি করেছিলেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। তবে তাতেই বাধে আরেক বিপত্তি। ইনজুরিতে থেকে সেরে উঠতে না উঠতেই ফের ইনজুরিতে পড়েন এই পেসার। তবে এবার আর কাঁধে নয়, পুরনো 'ব্যাক পেইনের’ ব্যথাটা বেড়েছে তার। তাই এই পেসারকে দেওয়া হয়েছে তিনদিনের বিশ্রাম।
অবশেষে ক্যারিবীয়ানের বিমান ধরার আগে তাসকিন দিয়েছেন বড় সুখবর। আজ (মঙ্গলবার) মিরপুরে করেছেন প্রায় ৫ ওভার বোলিং। আশার বানী, বোলিংয়ে ব্যাথা কিংবা অস্বস্তি কিছুই অনুভব করেননি এই গতি তারকা। তাই এই পেসার আশাবাদী আসন্ন ক্যারিবীয় সফর নিয়ে।
মিরপুরে আজ গণমাধ্যমে নিজের, বর্তমান অবস্থা জানাতে গিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, অস্বস্তি নেই। আজকে ব্যথা ছাড়াই বোলিং করেছি। কালও করব। ইনশাআল্লাহ সব ঠিক থাকবে আশা করি।’
এদিকে তাসকিন ইস্যুতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাসকিন। সে অনুযায়ী বোলিংও করছিলেন নিয়মিত, তবে হঠাৎ করে বোলিংয়ের সময় কোমরে ব্যথা অনুভব করেন। তাই তাকে তিন দিন বিশ্রামের পরামর্শ দেই। বিশ্রাম থেকে ফিরে ব্যথা ছাড়াই বোলিং করেছে। এ সময় কোনো ব্যথা অনুভব করেনি।’
উল্লেখ্য দক্ষিণ আফ্রিকা সফরে চোট পাওয়ায়, গত শ্রীলঙ্কা সিরিজের দুটি টেস্টই মিস করেন তাসকিন। যার কারণে খেলতে পারছেন না ক্যারিবিয়ানে চলমান দুই টেস্টের সিরিজেও। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সেরে উঠায়, ক্যারিবীয় সফরের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে রাখা হয়েছে এই পেসারকে। সব ঠিক থাকলে আগামী ২৪ জুন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দিবেন তাসকিনসহ দলের বাকি সদস্যরা।
-নট আউট/টিএ