03/14/2025 ভারতের জন্য অ্যান্ডারসনকে তৈরি রাখছেন স্টোকস
নট আউট ডেস্ক
২৩ জুন ২০২২ ১৯:৫২
নট আউট ডেস্ক: টানা দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইংল্যান্ড৷ বৃহস্পতিবার হেডিংলে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ৷ এ ম্যাচে একাদশে থাকছেন না দ্রুতগতির বোলার জিমি অ্যান্ডারসন৷
মূলত গোড়ালিতে চোট থাকায় তিনি থাকছেন মাঠের বাইরে। তাঁর পরিবর্তে টেস্টে অভিষেক হতে চলেছে আর এক নতুন জোরে বোলার জেমি ওভার্টনের। বিষয়টি নিশ্চিত করেছেন বেন স্টোকস নিজেই৷
স্টোকস বলেন, “অ্যান্ডারসনের গোড়ালিতে চোট রয়েছে। হয়তো তার পরেও ওকে দলে রাখাই যেতে পারত। কিন্তু আমি মনে করি, এই টেস্টের চেয়ে ভারত সিরিজে শতভাগ ফিট থাকা দলের জন্য গুরুত্বপূর্ণ৷
এর আগে বেন স্টোকসের অসুস্থতায় শঙ্কা জেগেছিল ম্যাচ খেলা নিয়ে৷ তবে শেষ অবধি তিনি দলে থাকছেন বলে জানিয়েছেন, স্টোকস বলেন, “এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল বলে মাঠে নামিনি। এর আগেও এমন হাল্কা অসুস্থতা নিয়ে আমি খেলেছি। কাজেই শেষ টেস্টে আমিই টস করতে নামব। এখন কোনও সমস্যা নেই।”
-নট আউট/এমআরএস