03/14/2025 মেডিক্যাল টিমের কাছে আনফিট, উইন্ডিজ যাওয়া হচ্ছে না সাইফউদ্দিনের!
নট আউট ডেস্ক
২৩ জুন ২০২২ ২৩:১৩
নট আউট ডেস্ক: ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরতে মরিয়া ছিল পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন৷ উইন্ডিজ সফরে এসেছিল সেই সুযোগ৷ তবে ফিটনেস জটিলতায় উইন্ডিজ যাওয়া হচ্ছে না তার৷
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি সূত্র সাইফউদ্দিনের না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে৷ জানা গেছে, বিসিবির মেডিক্যাল টিমের কাছেই আনফিট হিসেবে গণ্য হয়েছেন সাইফউদ্দিন।
ব্যাটিংয়ে কোন ধরনের সমস্যা না হলেও টানা বোলিং করতে পারছেন না জাতীয় দলের এই অলরাউন্ডার৷ মূলত পিঠের ইনজুরি থেকে এখনো শতভাগ সুস্থ হতে পারেনি তিনি৷ বোলিংয়ের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।
লম্বা সময় ধরেই পিঠের ব্যাথার কারণে মাঠে নামা হচ্ছে না সাইফউদ্দিনের। সর্বশেষ দেশের হয়ে ২০২১ সালের অক্টোবরে খেলেছিলেন তিনি। এর আট মাস পর আবারও ডাক পান জাতীয় দলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে জায়গা পান তিনি। কিন্তু পুরোনো ইনজুরির কারণেই আর খেলা হচ্ছে না তার। ২০১৭ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর এবারই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার সুযোগ ছিল তার সামনে।
-নট আউট/এমআরএস