03/13/2025 ইনজুরির তালিকা দীর্ঘ হচ্ছে অজি ক্রিকেটারদের
নট আউট ডেস্ক
২৪ জুন ২০২২ ০২:৫৪
নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কা সফরে এসেছে ক্রমশ ইনজুরির তালিকা বড় হচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া দলের। একের পর এক তারকা ক্রিকেটারের চোট, বেকায়দায় ফেলেছে সফরকারীদের। এবার চোটের এই দীর্ঘ তালিকায় নাম লেখালেন মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেড।
চলমান ওয়ানডে সিরিজ অজিরা ইতিমধ্যে হেরে বসলেও, ব্যাট হাতে ছন্দেই ছিলেন ট্রাভিস হেড। তবে চর্তুথ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। তাই আগামীকাল (শুক্রবার) শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন তিনি। পঞ্চম ওয়ানডেতে হেডকে পাচ্ছে না অজিরা, নিশ্চিত করেছে খোদ দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
অজি অধিনায়ক বলেন, ‘সে (হেড) যখন ফিল্ডিং করছিলেন আউটফিল্ড বেশ ভারি ছিল। তাই পড়ে গিয়ে ব্যথা পায়। আমি নিশ্চিত নই টেস্টের দল কেমন হবে। তবে আগামীকালের জন্য তাকে পাওয়া যাবে না এটুকু নিশ্চিত।’
এদিকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পরই, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টও খেলবে অজিরা। যেখানে আগামী ২৯ জুন থেকে গলে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। তবে চোটে পড়া হেডকে প্রথম টেস্টে পাওয়া যাবে কিনা, তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।
এদিকে হেড ছাড়াও শ্রীলঙ্কা সফরে এসে চোটে পড়েছেন একাধিক তারকা ক্রিকেটার। তাই শ্রীলঙ্কায় অবস্থান করা অস্ট্রেলিয়া ‘এ’ দলের একাধিক ক্রিকেটার সুযোগ পেতে পারেন অস্ট্রেলিয়ার মূল দলেও। এর আগে দ্বিতীয় ওয়ানডে চোটে পড়া স্টিভেন স্মিথ আগেই ছিটকে গেছেন ওয়ানডে সিরিজ থেকেই। টি-টোয়েন্টি সিরিজে চোট পাওয়া মিচেল স্টার্কও তাই বিশ্রামে আছেন চলমান ওয়ানডে সিরিজে।
উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অজিরা জিতেছে ২-১ ব্যবধানে। তবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে, প্রথম চারটি ওয়ানডে শেষে ৩-১ সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তাই সিরিজের পঞ্চম ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে কেবল নিয়মরক্ষার। ওয়ানডে সিরিজ শেষ করেই স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অজিরা।
-নট আউট/টিএ