03/14/2025 একাদশ ঘোষণার সংস্কৃতি বদলাচ্ছেন সাকিব
নট আউট ডেস্ক
২৪ জুন ২০২২ ২০:২৭
নট আউট ডেস্ক: সাদা পোষাকের সংস্করণে তৃতীয় দফায় নেতৃত্ব পেয়েছেন সাকিব আল হাসান৷ উইন্ডিজে প্রথম ম্যাচে দলীয় পারফরম্যান্সে জয় না আসলেও দলের বিপর্যয়ে তিনি ছিলেন দূর্বার৷ নেতৃত্বের জায়গা থেকে সংবাদ সম্মেলনেও কথা বলেন অকপটে৷ যা বাংলাদেশ ক্রিকেটে বিরল ঘটনা৷ সাকিব যে সবদিক দিয়েই সবার থেকে আলাদা তা সবারই জানা৷ এবার একাদশ ঘোষণার সংস্কৃতিতেও পরিবর্তন আনছেন তিনি৷
ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাটে বড় দলগুলো একাদশ আগেই ঘোষণা করে৷ সুযোগ পাওয়া ক্রিকেটাররাও নিজেদের প্রস্তুত করে সেভাবেই৷ তবে এমন দৃশ্য বাংলাদেশ ক্রিকেটে কালেভদ্রেও দেখা যায়না৷ যেটি দেখা যায় সেটি হলো ম্যাচের দিন পিচ দেখে একাদশ সাজানো৷ কিন্তু এবার ম্যাচের দিন নয় , তার আগেই একাদশ জানা সাকিবের কল্যাণে৷
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, টিম মিটিং করে দল আগেই চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে৷ যাতে করে সবাই জানবে যে কারা খেলছে আর কারা খেলছে না।’
-নট আউট/এমআরএস