03/14/2025 একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন সাকিব
নট আউট ডেস্ক
২৪ জুন ২০২২ ২০:৪৮
নট আউট ডেস্ক: অ্যান্টিগায় প্রথম টেস্টে উপরের সারির ব্যাটারদের ব্যর্থতা এবং ম্যাচ হারের পর আলোচনায় ছিল দ্বিতীয় টেস্টে পরিবর্তন প্রসঙ্গ৷ শেষ পর্যন্ত সেই আলোচনা রূপ নিয়েছে বাস্তবতায়৷ ২৪ জুন (শুক্রবার) সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আসছে তা এক প্রকার নিশ্চিত অধিনায়ক সাকিবের কথাতে৷
ম্যাচের আগের দিন সাকিব সংবাদ সম্মলেন প্রকাশ করেন পরিবর্তনের পরিকল্পনা৷ তিনি বলেন, ‘আমাদেরও মাথায় বেশ কিছু পরিবর্তনের চিন্তা আছে৷
সাকিব ও ম্যানেজম্যান্টের চিন্তার মূল কারন হতে পারে গুরুত্বপূর্ণ পজিশনে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের টানা ব্যর্থতা৷ দ্বিতীয় টেস্টে শান্তর জায়গায় এনামুল হক বিজয় খেলতে পারেন৷ বিকল্প কেউ না থাকায় এ যাত্রায় বেঁচে যেতে পারেন মুমিনুল হক৷
প্রায় দেড় বছর পর টেস্ট খেলতে নেমে খুব একটা খারাপ করেননি মুস্তাফিজুর রহমান৷ ওয়ানডে ও কুড়ি ওভারের সিরিজ পরিকল্পনায় কাটার মাস্টারকে বিশ্রাম দেওয়া হতে পারে এই ম্যাচে৷ সেই জায়গায় দেখা যেতে পারে পেসার শরিফুল ইসলামকে৷
-নট আউট/এমআরএস