03/14/2025 রশিদের হজ পালনে ইসিবির উৎসাহ
নট আউট ডেস্ক
২৫ জুন ২০২২ ০৩:৩৫
নট আউট ডেস্ক: বিশ্বক্রিকেটে পরিচিত মুখ ইংল্যান্ডের আদিল রশিদ৷ দূরন্ত পারফরম্যান্সের সাথে মুসলমান হিসেবে মেনে চলেন ধর্মের প্রতিটি নিয়ম৷ এবারের হজ পালনের নিয়ত করেছেন বছরের শুরুতেই৷ আসন্ন ভারতের বিপক্ষে সাদা পোষাকের সংস্করণে তাই খেলবেন না তিনি়৷ ছুটি নিয়েছেন বোর্ড থেকে৷ রশিদের ছুটি নেওয়াতে বাঁধা হয়নি দেশটির বোর্ড বরং দিয়েছেন উৎসাহ৷
আদিল রশিদ মধ্যপ্রাচ্যের উদ্দেশে দেশ ছাড়বেন আগামীকাল৷ হজ পালন শেষে ফিরবেন জুলাইয়ের মাঝপথে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে থাকতে পারবেন তিনি।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে আদিল রশিদ বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই হজ পালনের চেষ্টায় ছিলাম, তবে সময় ঠিকঠাক মিলছিল না। এই বছরে আমার মনে হয়েছে এবারই করতে হবে, যেটা আমি আসলেই করতে চাই।’
‘আমি ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলেছি এবং তারা আমার অবস্থান বুঝেছে এবং আমাকে উৎসাহ দিয়েছে। আমাকে বলেছে, ‘তোমার যেটা করতে হবে সেটা তুমি করো, যখন ফিরে আসতে পারবে আসো।’ আমি ও আমার স্ত্রী যাবো এবং সেখানে কয়েক সপ্তাহ থাকবো।’
আদিল রশিদ যোগ করেন, ‘এটা একটা দারুণ মুহূর্ত। প্রত্যেক বিশ্বাসীর ভিন্ন ভিন্ন বিশ্বাস আছে। ইসলামে মুসলমানের জন্য হজ বড় এক ইদাবত। এটা আমার বিশ্বাস ও আমার জন্য অনেক বড় কিছু। আমি জানতাম আমাকে এটা তরুণ অবস্থায় সুস্থ থাকা অবস্থায় করতে হবে। আমি এটাতে নিজের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি করবই।’
-নট আউট/এমআরএস